“দুই উপ-কমিশনারের দুর্নীতির কারণে ঢাকা কাস্টম হাউজের রাজস্ব কাঠামো ভেঙে পড়েছে”, শীর্ষক খবরের সংশোধনী

নয়াবার্তা প্রতিবেদন : গত ৩ ডিসেম্বর নয়াবার্তা ডট কমে “দুই উপ-কমিশনারের দুর্নীতির কারণে ঢাকা কাস্টম হাউজের রাজস্ব কাঠামো ভেঙে পড়েছে”, শীর্ষক একটি সংবাদ প্রকাশিত হয়।উক্ত সংবাদটি বস্তুনিষ্ঠ না হওয়ায় নয়াবার্তা ডট কম আন্তরিকভাবে দু:খ প্রকাশ করছে।
প্রকৃত পক্ষে বর্তমানে কাস্টম হাউস, ঢাকা এর গতিশীল নেতৃত্বে রাজস্ব আদায় এবং উন্নতর ব্যবস্থাপনায় রাজস্ব কাঠামো শক্তিশালী হয়েছে ।কমিশনারের স্বচ্ছ ভাবমূর্তি, পদায়ন নীতিমালাসহ আইনি কাঠামোর দৃঢ়তা থাকার প্রত্যয় কাস্টম হাউজের ভাবমূর্তি বৃদ্ধি পেয়েছে। ২০২১-২২ অর্থবছরের ঋণাত্নক রাজস্ব প্রবণতা সেপ্টেম্বর,২০২১ খ্রিঃ এ আদায় বহুগুণ বৃদ্ধি পাওয়ায় রাজস্ব প্রবৃদ্ধি নিশ্চিত হয়েছে। আমদানি নীতি আদেশ, জাতীয় রাজস্ব বোর্ডের বিদ্যমান এসআরও যথাযথভাবে প্রতিপালনে দৃঢ়প্রত্যয় এক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করেছে।

অনিয়মের প্রতি কঠোর হস্তে দমন নীতিতে জালিয়াতি ও শুল্ক ফাঁকি সংশ্লিষ্ট সিএন্ডএফদের বিরুদ্ধে লাইসেন্স বাতিল সহ ফৌজদারি কার্যক্রম গ্রহণ করা হয়েছে। জরিমানা প্রথার কঠোর প্রয়োগ সহ রাজস্ব কর্মকর্তাদের কার্যক্রমে কঠোর মনিটরিং এর প্রেক্ষিতে কার্গো দিয়ে আমদানিকৃত পণ্যের রাজস্ব বিগত কয়েক সপ্তাহে বহুগুণ বৃদ্ধি পেয়েছে। বিষয়টি জাতীয় রাজস্ব বোর্ড সহ ঊর্ধ্বতন মহলে প্রশংসিত হয়েছে। কুরিয়ার কার্যক্রম ব্যবস্থাপনা নিশ্চিত করার লক্ষ্যে যৌথ কমিটি গঠন করা হয়েছে এবং কার্যক্রমে স্বচ্ছতা আনার চেষ্টা করা হচ্ছে।

আমদানিকৃত বাণিজ্যিক পণ্যের রাজস্ব পূর্বের যেকোনো সময়ের তুলনায় বৃদ্ধি পেয়েছে।কুরিয়ার ইউনিটে সময়োপযোগী পদক্ষেপ গ্রহনের প্রেক্ষিতে গতিশীলতা বৃদ্ধি পেয়েছে। প্রিভেন্টিভ টিম কর্তৃক গৃহিত বিভিন্ন কার্যক্রমে গত এক মাসে দুই কোটির উপর অতিরিক্ত রাজস্ব আদায় ও দলিল জালিয়াতির কারণে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সম্প্রতি প্রিভেন্টিভ কর্মকর্তাগণ বেশ কয়েকটি শুল্ক ফাঁকি চোরাচালানের মামলা দায়ের করেছেন তবে এসব কাজে সংক্ষুব্ধ হয়ে চোরাচালানকারী দলিলাদি জালিয়াতি চক্র কাস্টম হাউস ঢাকা ও এর কর্মকর্তাদের নামে অপ্রীতিকর কুৎসা রটনার চেষ্টা করছে। বিশ্ববাণিজ্যের সর্বোচ্চ সহযোগিতায় উত্তম পরিবেশ নিশ্চিতের পথে এ ধরনের তথ্য বিভ্রাট মূলক অপ-প্রচার অনাকাঙ্খিত।

Share