কাস্টমস কর্মকর্তা জয়নুলের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক : সম্পদের তথ্য গোপনসহ ১ কোটি ৫৬ লাখ টাকার বেশি মূল্যের অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে প্রাক্তন কাস্টমস এক্সাইজ ও ভ্যাট গাজীপুর বিভাগের সাবেক রাজস্ব কর্মকর্তা মো. জয়নাল আবেদীনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সংস্থাটির সহকারী পরিচালক মোহাম্মদ নেয়ামুল আহসান গাজী বাদী হয়ে গতকাল সোমবার দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয় ১-এ মামলাটি করেন। এ ছাড়া জাল সনদ দিয়ে চাকরি করায় স্কুলশিক্ষক ও অবৈধ সম্পদ

দুদকের অনুসন্ধানে দেখা গেছে, আসামি জয়নাল আবেদীনের দুদকে দাখিলকৃত সম্পদ বিবরণীতে ১৭ লাখ ৭৫ হাজার ১৩ টাকার সম্পদের তথ্য গোপনসহ ১ কোটি ৫৬ লাখ ৩৫ হাজার ৪০০ টাকার অবৈধ অর্জনের তথ্য-প্রমাণ পাওয়া যায়।

এদিকে জাল সনদ দিয়ে চাকরি করার অভিযোগে সিরাজগঞ্জের উল্লাপাড়া চয়ড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (কম্পিউটার) রাবেয়া খাতুন রুবির বিরুদ্ধে মামলা করে দুদক। সংস্থাটির সহকারী পরিচালক সাধনচন্দ্র সূত্রধর বাদী হয়ে গতকাল দুদকের পাবনা সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি করেন।

মামলার এজাহারে বলা হয়, আসামি জালিয়াতির মাধ্যমে জাল কম্পিউটার সনদ বানিয়ে চয়ড়া উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক (কম্পিউটার) পদে চাকরি গ্রহণ করেন। পরে এমপিওভুক্ত শিক্ষক হয়ে সরকারি কোষাগার থেকে বেতন-ভাতা বাবদ ১৪ লাখ ৯ হাজার ৬৫০ টাকা উত্তোলন করেন।

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সহকারী পরিচালক মো. আ. জলিল মিয়ার বিরুদ্ধে মামলা দায়ের করে দুদক। সংস্থাটির সহকারী পরিচালক সাধনচন্দ্র সূত্রধর বাদী হয়ে পাবনা সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি দায়ের করেন। মামলার এজাহারে বলা হয়, আসামি বিআরটিএর সহকারী পরিচালক মো. আ. জলিল মিয়ার বিরুদ্ধে ২৪ লাখ ৮৯ হাজার ৩৩৬ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে একটি মামলা দায়ের করা হয়।

Share