সরঞ্জাম ব্যবহার করে পদ্মা সেতুর নাটবল্টু খোলা হয়েছে : সিআইডি

পদ্মা সেতুর নাটবল্টু খোলার ঘটনায় সরঞ্জাম ব্যবহার করা হয়েছে বলে ধারণা করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আজ সোমবার মালিবাগে সিআইডির সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কর্মকর্তারা বলেন, সরঞ্জাম ব্যবহার করে পদ্মা সেতুর নাটবল্টু খোলা হয়েছে।

সংবাদ সম্মেলনে সিআইডির সাইবার ইন্টেলিজেন্স অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট বিভাগের বিশেষ পুলিশ সুপার রেজাউল মাসুদ বলেন, ‘পদ্মা সেতুর নাটবল্টু হাত দিয়ে খোলা সম্ভব নয়। এ বিষয়ে আমরা সেতু কর্তৃপক্ষের সঙ্গেও আলোচনা করে জেনেছি, এত বড় একটা স্থাপনার নাটবল্টু হাত দিয়ে খোলা যাবে না।’

রেজাউল মাসুদ বলেন, এতে বোঝা যায় নাটবল্টু হাত দিয়ে খোলা হয়নি, নাটবল্টু খোলার জন্য সরঞ্জাম ব্যবহার করা হয়েছে। কি ধরনের সরঞ্জাম দিয়ে নাটবল্টু খোলা হয়েছে, সে প্রশ্নের উত্তর দিতে পারেননি সিআইডির এ কর্মকর্তা।

Share