উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন ঘোষণায় সাংবাদিক সম্মেলন

নীলফামারী সংবাদদাতা : নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলাকে ভিক্ষুক মুক্ত করার পর এবার ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করার লক্ষে সাংবাদিক সম্মেলন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুর আলম সিদ্দিকী। মঙ্গলবার (২১ মার্চ) দুপুরে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

ইউএনও বলেন, কিশোরগঞ্জকে যেভাবে ২০১৪ সালে ভিক্ষুক মুক্ত করা হয় সেভাবে আগামী ২২ মার্চ প্রধানমন্ত্রী কিশোরগঞ্জ উপজেলাসহ ১৫৮টি উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করবেন। এবং প্রত্যেক ভূমিহীনকে ২ শতাংশ জমি হস্তান্তর করা হবে। ২০২০ সাল থেকে এ কার্যক্রম চলমান রয়েছে।

লিখিত প্রেস বিজ্ঞপ্তি থেকে আরও জানা যায়, উপজেলায় প্রথম পর্যায়ে ১৪০টি, দ্বিতীয় পর্যায়ে ১৭০টি, তৃতীয় পর্যায়ে ২২৭টি এবং চতুর্থ পর্যায়ে ৪৫টি গৃহ নির্মাণ করা হয়। যার সর্বমোট নির্মাণ ব্যয় ১৩ দশমিক ৩৭ কোটি টাকা।

Share