কাশ্মিরি যোদ্ধাদের মোকাবিলায় হিন্দু মিলিশিয়াদের অস্ত্র দিচ্ছে ভারত

নয়াবার্তা ডেস্ক : সিভিল সার্ভেন্ট সঞ্জিত কুমার ৫ হাজার কাশ্মিরি গ্রামবাসীর মধ্যে একজন, যারা আক্রমণের বিরুদ্ধে লড়াই করার জন্য ভারতীয় বাহিনী দ্বারা সশস্ত্র এবং প্রশিক্ষিত একটি সর্বহিন্দু মিলিশিয়া ইউনিটে যোগদান করেছেন। হিন্দু জাতীয়তাবাদী সরকার ভারত বিরোধী জঙ্গিদের দমন করার চেষ্টা করায় নিয়ন্ত্রিত কাশ্মিরের কিছু অংশে দিল্লির অর্ধ মিলিয়নেরও বেশি সেনা স্থায়ীভাবে অবস্থান করছে। খবর পাকিস্তানি সংবাদ মাধ্যম ডনের।

প্রতিবেদনে বলা হয়, কর্তৃপক্ষ গত বছর নতুন মিলিশিয়া ঘোষণা করে। জানুয়ারিতে কুমারের গ্রামে মারাত্মক আক্রমণ তাকে সাইন আপ করতে প্ররোচিত করেছিল। বিদ্যুৎ বিভাগের ৩২ বছর বয়সী এক পৌর কর্মচারী বলেন, ‘হামলার ঘটনায় আমরা পুরোপুরি আতঙ্কিত হয়ে পড়েছিলাম।’

নিজেকে হিন্দু ধর্মের সদস্য হিসেবে পরিচয় দেওয়ার জন্য কপালে গেরুয়া রঙের তিলক পরে কুমার বলেছিলেন, ‘আমি নিজের বাড়ি রক্ষা করতে প্রস্তুত এবং সক্ষম। যে কেউ আমাদের জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করে, সে আমার টার্গেট।’

মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চলের স্বাধীনতা বা পাকিস্তানের সঙ্গে একীভূত হওয়ার দাবিতে ভারত স্বাধীনতা গোষ্ঠীগুলোর সঙ্গে লড়াই করেছে, যা হাজার হাজার মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে পুলিশ কর্মকর্তা ও হিন্দু বাসিন্দাদের লক্ষ্য করে একের পর এক হত্যাকাণ্ডের প্রেক্ষাপটে গত বছর ভিলেজ ডিফেন্স গার্ড নামে পরিচিত নতুন মিলিশিয়া ইউনিটটি উন্মোচন করা হয়েছিল।

ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে পুলিশ কর্মকর্তা ও হিন্দু বাসিন্দাদের লক্ষ্য করে একের পর এক হত্যাকাণ্ড
ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে পুলিশ কর্মকর্তা ও হিন্দু বাসিন্দাদের লক্ষ্য করে একের পর এক হত্যাকাণ্ড
এই প্রকল্পটি এই অঞ্চলের হিন্দু বাসিন্দাদের মধ্যে ব্যাপকভাবে জনপ্রিয় হয়েছে। তবে মুসলিম গ্রামবাসীরা উদ্বিগ্ন যে মিলিশিয়ারা অধিকৃত কাশ্মিরে সমস্যা আরও বাড়িয়ে তুলবে।

নাম প্রকাশে অনিচ্ছুক ধানগাড়ীর এক প্রবীণ মুসলিম বলেন, ‘এখন যেভাবে শুধু একটি সম্প্রদায়ের মধ্যে অস্ত্র বিতরণ করা হচ্ছে, তা নিয়ে আমি উদ্বিগ্ন। এখন তরুণদের হাতে প্রচুর অস্ত্র রয়েছে। এটা আমাদের কারো জন্যই ভালো নয়। আমি ক্রমবর্ধমান উত্তেজনা অনুভব করছি।’

ভারতীয় আধাসামরিক বাহিনীর এক কর্মকর্তা জানান, নতুন সশস্ত্র গ্রামবাসীরা এতটাই সতর্ক ছিল যে তার ইউনিট তাদের রাতের টহলের আগে তাদের ব্রিফ করেছিল। যাতে তারা ভুল করে কাশ্মিরি যোদ্ধা বলে মনে না করে এবং তাদের উপর গুলি চালায়।

ভারতের তথ্য মন্ত্রণালয়ের কাঞ্চন গুপ্তা বলেন, ‘লক্ষ্য প্রতিরক্ষার লাইন তৈরি করা, আক্রমণের লাইন নয়।’ ১৯৯০ এর দশকের মাঝামাঝি সময়ে ভারত যখন ভারতীয় শাসনের বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধের শীর্ষে ছিল তখন ভারত প্রথম প্রতিরক্ষার প্রথম লাইন হিসেবে একটি বেসামরিক মিলিশিয়া তৈরি করেছিল।

কিশোর-কিশোরীসহ প্রায় ২৫ হাজার নারী-পুরুষকে সশস্ত্র করে জম্মু অঞ্চলের গ্রাম প্রতিরক্ষা কমিটিতে সংগঠিত করা হয়। মানবাধিকার সংগঠনগুলো কমিটির সদস্যদের বিরুদ্ধে বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে নৃশংসতার অভিযোগ এনেছে।

হত্যা, ধর্ষণ ও চাঁদাবাজির অন্তত ২১০টি মামলার বিচার হয়েছে, যেখানে মিলিশিয়ারা দোষী সাব্যস্ত হয়েছে। যদিও সরকারী রেকর্ডগুলো দেখায়, দুই শতাংশেরও কম অভিযুক্তকে দোষী সাব্যস্ত করা হয়েছিল।

আধাসামরিক সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) প্রশিক্ষকরা মিলিশিয়া সদস্যদের সতর্ক করে দিয়েছেন, তাদের রাইফেলের অপব্যবহারের জন্য তাদের শাস্তি দেওয়া হবে। সিআরপিএফের মুখপাত্র শিবানন্দন সিং বলেন, ‘গুলি চালানো, রক্ষণাবেক্ষণ ও অস্ত্র পরিষ্কার করার প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি আমরা তাদের বলব যে অপব্যবহারের জন্য কী আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

নতুন ভিলেজ ডিফেন্স গার্ড প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত তিনজন নিহত হয়েছেন। যাদের মধ্যে দুইজন মিলিশিয়াদের সরবরাহ করা অস্ত্র ব্যবহার করে আত্মহত্যা করে মারা গেছেন। জানুয়ারিতে আরেক সদস্যের স্ত্রী নিহত হন, যখন তার স্বামীর রাইফেল দুর্ঘটনাক্রমে ছেড়ে দেওয়া হয়।

কিন্তু কিছু প্রতিবেশীর সংরক্ষণ ধানগাড়ীর আশেপাশের গ্রামগুলোর পুরুষদের তাদের নিজস্ব অস্ত্র সংগ্রহের দাবি থেকে বিরত রাখতে পারেনি। একজন ময়দা মিলার ও সাবেক সেনা অজয় কুমার অস্ত্র দেওয়া প্রতিবেশীদের বাড়ির দিকে ইঙ্গিত করে বলেন, ‘এখন আমার বাড়ির চারপাশে বন্দুক আছে।’

Share