
সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরায় ৬৮ লাখ টাকার ৭টি স্বর্ণের বার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়ন। গত বৃহস্পতিবার বেলা ১২টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার গাজীপুর সীমান্তের বাকাল চেকপোস্ট থেকে এ স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়। এ সময় স্বর্ণ পাচারকারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান।
দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে সাতক্ষীরা ৩৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। লে. কর্নেল মো. আশরাফুল হক জানান, স্বর্ণ পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সদরের আলীপুর ইটভাটা সংলগ্ন এলাকায় অভিযান চালায় বিজিবি। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা মোটর সাইকেল রেখে দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে টহল দল ফেলে যাওয়া মোটর সাইকেল তল্লাশি করে ৭টি স্বর্ণের বার উদ্ধার করে। উদ্ধার স্বর্ণের ওজন ৮১৬ গ্রাম ৪২০ মিলি গ্রাম, যার বর্তমান বাজার মূল্য ৬৮ লাখ ৭৭৮ টাকা।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ ফখরুল আলম খান জানান, এ ঘটনায় একটি মামলা হয়েছে।