এনবিআরের ১৬৬ কোটি ৩০ লাখ টাকার সক্ষমতা পৌচেছে ৪ লাখ ৩০ হাজার কোটি টাকায়

গাজী আবু বকর : ১৯৭২-৭৩ অর্থবছরে ২৫০ কোটি ৭১ লাখ টাকার রাজস্ব অদায়ের লক্ষ্যমাত্রা নিয়ে যাত্রা শুরু করা জাতীয় রাজস্ব বোর্ডকে ৫১ বছরের ব্যবধানে আগামী ২০২৩-২৪ অর্থবছরের বায়ান্নতম বাজেটের জন্য ৪ লাখ ৩০ হাজার কোটি টাকার রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা দেয়া হচ্ছে। চলতি ২০২২-২৩ অর্থবছরে এই লক্ষ্যমাত্রা রয়েছে ৩ লাখ ৭০ হাজার কোটি টাকা।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্র জানায়, দেশ স্বাধীনের পর ১৯৭২-৭৩ অর্থবছরের প্রথম বাজেটে জাতীয় রাজস্ব বোর্ডকে ২৫০ কোটি ৭১ লাখ টাকার রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা দেয়া হয়েছিলো। লক্ষ্যমাত্রার বিপরীতে ঐবছর এনবিআর আদায় করেছিলো ১৬৬ কোটি ৩০ লাখ টাকা। ঐবছর কোন প্রবৃদ্ধি ছিলোনা। ১৯৭৩-৭৪ অর্থবছরের দ্বিতীয় বাজেটে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা দেয়া হয়েছিলো ৩২৪ কোটি ১২ লাখ টাকা। লক্ষ্যমাত্রার বিপরীতে ঐবছর আদায় করেছিলো ২৭৮ কোটি ৮ লাখ টাকা। ঐবছর প্রবৃদ্ধি ছিলো ৬৭ দশমিক ২২ শতাংশ। ১৯৭৪-৭৫ অর্থবছরের তৃতীয় বাজেটে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা দেয়া হয়েছিলো ৩৭২ কোটি ৫৩ লাখ টাকা। লক্ষ্যমাত্রার বিপরীতে ঐবছর আদায় করেছিলো ৪১০ কোটি ২৯ লাখ টাকা। ঐবছর প্রবৃদ্ধি ছিলো ৪৭ দশমিক ৫৪ শতাংশ। ১৯৭৫-৭৬ অর্থবছরের চতুর্থ বাজেটে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা দেয়া হয়েছিলো ৫৬৯ কোটি ৯১ লাখ টাকা। লক্ষ্যমাত্রার বিপরীতে ঐবছর আদায় করেছিলো ৬৭৩ কোটি ৬৩ লাখ টাকা। ঐবছর প্রবৃদ্ধি ছিলো ৬৪ দশমিক ১৮ শতাংশ। ১৯৭৬-৭৭ অর্থবছরের পঞ্চম বাজেটে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা দেয়া হয়েছিলো ৭১৫ কোটি ১৫ লাখ টাকা। লক্ষ্যমাত্রার বিপরীতে ঐবছর আদায় করেছিলো ৭২৬ কোটি ৭ লাখ টাকা। ঐবছর প্রবৃদ্ধি ছিলো ৭ দশমিক ৭৮ শতাংশ। ১৯৭৭-৭৮ অর্থবছরের ষষ্ট বাজেটে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা দেয়া হয়েছিলো ৭৬৩ কোটি ২৯ লাখ টাকা। লক্ষ্যমাত্রার বিপরীতে ঐবছর আদায় করেছিলো ৯৩৯ কোটি ৬৬ লাখ টাকা। ঐবছর প্রবৃদ্ধি ছিলো ২৯ দশমিক ৪২ শতাংশ। ১৯৭৮-৭৯ অর্থবছরের সপ্তম বাজেটে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা দেয়া হয়েছিলো ১ হাজার ৬৭ কোটি ২৯ লাখ টাকা। লক্ষ্যমাত্রার বিপরীতে ঐবছর আদায় করেছিলো ১ হাজার ১৪৬ কোটি ৭৮ লাখ টাকা। ঐবছর প্রবৃদ্ধি ছিলো ২২ দশমিক ৪ শতাংশ। ১৯৭৯-৮০ অর্থবছরের অষ্টম বাজেটে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা দেয়া হয়েছিলো ১ হাজার ৩৮৬ কোটি ১ লাখ টাকা। লক্ষ্যমাত্রার বিপরীতে ঐবছর আদায় করেছিলো ১ হাজার ৩৭৮ কোটি ১৪ লাখ টাকা। ঐবছর প্রবৃদ্ধি ছিলো ২০ দশমিক ১৭ শতাংশ। ১৯৮০-৮১ অর্থবছরের নবম বাজেটে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা দেয়া হয়েছিলো ১ হাজার ৬৯২ কোটি ৪২ লাখ টাকা। লক্ষ্যমাত্রার বিপরীতে ঐবছর আদায় করেছিলো ১ হাজার ৭২২ কোটি ৭৯ লাখ টাকা। ঐবছর প্রবৃদ্ধি ছিলো ২৫ দশমিক ১ শতাংশ। ১৯৮১-৮২ অর্থবছরের দশম বাজেটে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা দেয়া হয়েছিলো ১ হাজার ৮৬৯ কোটি ৪৩ লাখ টাকা। লক্ষ্যমাত্রার বিপরীতে ঐবছর আদায় করেছিলো ১ হাজার ৮৫৩ কোটি ৫৪ লাখ টাকা। ঐবছর প্রবৃদ্ধি ছিলো ৭ দশমিক ৫৯ শতাংশ। ১৯৮২-৮৩ অর্থবছরের এগারোতম বাজেটে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা দেয়া হয়েছিলো ২ হাজার ২৬ কোটি টাকা। লক্ষ্যমাত্রার বিপরীতে ঐবছর আদায় করেছিলো ১ হাজার ৯৯ কোটি ৭২ লাখ টাকা। ঐবছর প্রবৃদ্ধি ছিলো ৭ দশমিক ৮৯ শতাংশ। ১৯৮৩-৮৪ অর্থবছরের বারোতম বাজেটে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা দেয়া হয়েছিলো ২ হাজার ২৮৮ কোটি ৮৮ লাখ টাকা। লক্ষ্যমাত্রার বিপরীতে ঐবছর আদায় করেছিলো ২ হাজার ২৩১ কোটি ২৯ লাখ টাকা। ঐবছর প্রবৃদ্ধি ছিলো ১১ দশমিক ৫৮ শতাংশ। ১৯৮৪-৮৫ অর্থবছরের তেরোতম বাজেটে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা দেয়া হয়েছিলো ২ হাজার ৬৪৭ কোটি ৮৫ লাখ টাকা। লক্ষ্যমাত্রার বিপরীতে ঐবছর আদায় করেছিলো ২ হাজার ৭২৪ কোটি ৩৮ লাখ টাকা। ঐবছর প্রবৃদ্ধি ছিলো ২২ দশমিক ১০ শতাংশ। ১৯৮৫-৮৬ অর্থবছরের চৌদ্দতম বাজেটে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা দেয়া হয়েছিলো ২ হাজার ৯৯৫ কোটি টাকা। লক্ষ্যমাত্রার বিপরীতে ঐবছর আদায় করেছিলো ৩ হাজার ৫৪ কোটি ১৩ লাখ টাকা। ঐবছর প্রবৃদ্ধি ছিলো ১২ দশমিক ১০ শতাংশ। ১৯৮৬-৮৭ অর্থবছরের পনেরোতম বাজেটে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা দেয়া হয়েছিলো ৩ হাজার ৫৭৬ কোটি টাকা। লক্ষ্যমাত্রার বিপরীতে ঐবছর আদায় করেছিলো ৩ হাজার ৫৭৬ কোটি ২০ লাখ টাকা। ঐবছর প্রবৃদ্ধি ছিলো ১৭ দশমিক ৯ শতাংশ। ১৯৮৭-৮৮ অর্থবছরের ষোলতম বাজেটে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা দেয়া হয়েছিলো ৪ হাজার ২৮ কোটি টাকা। লক্ষ্যমাত্রার বিপরীতে ঐবছর আদায় করেছিলো ৪ হাজার ৬৮ কোটি ৭১ লাখ টাকা। ঐবছর প্রবৃদ্ধি ছিলো ১৩ দশমিক ৭৭ শতাংশ। ১৯৮৮-৮৯ অর্থবছরের সতেরোতম বাজেটে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা দেয়া হয়েছিলো ৪ হাজার ৫৫৭ কোটি ৭০ লাখ টাকা। লক্ষ্যমাত্রার বিপরীতে ঐবছর আদায় করেছিলো ৪ হাজার ৪৯০ কোটি ৯৯ লাখ টাকা। ঐবছর প্রবৃদ্ধি ছিলো ১০ দশমিক ৩৮ শতাংশ। ১৯৮৯-৯০ অর্থবছরের আঠারোতম বাজেটে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা দেয়া হয়েছিলো ৫ হাজার ৩৫২ কোটি ৩৬ লাখ টাকা। লক্ষ্যমাত্রার বিপরীতে ঐবছর আদায় করেছিলো ৫ হাজার ২৯২ কোটি ১ লাখ টাকা। ঐবছর প্রবৃদ্ধি ছিলো ১৭ দশমিক ৮৪ শতাংশ। ১৯৯০-৯১ অর্থবছরের উনিশতম বাজেটে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা দেয়া হয়েছিলো ৬ হাজার ১১ কোটি ১০ লাখ টাকা। লক্ষ্যমাত্রার বিপরীতে ঐবছর আদায় করেছিলো ৬ হাজার ১৫২ কোটি ৩৫ লাখ টাকা। ঐবছর প্রবৃদ্ধি ছিলো ১৬ দশমিক ২৬ শতাংশ। ১৯৯১-৯২ অর্থবছরের বিশতম বাজেটে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা দেয়া হয়েছিলো ৭ হাজার ২৬০ কোটি টাকা। লক্ষ্যমাত্রার বিপরীতে ঐবছর আদায় করেছিলো ৭ হাজার ৩৪৭ কোটি ৭২ লাখ টাকা। ঐবছর প্রবৃদ্ধি ছিলো ১৯ দশমিক ৪৩ শতাংশ। ১৯৯২-৯৩ অর্থবছরের একুশতম বাজেটে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা দেয়া হয়েছিলো ৮ হাজার ৪৮৫ কোটি টাকা। লক্ষ্যমাত্রার বিপরীতে ঐবছর আদায় করেছিলো ৮ হাজার ৫৩৭ কোটি ৩৮৫ লাখ টাকা। ঐবছর প্রবৃদ্ধি ছিলো ১৬ দশমিক ২০ শতাংশ। ১৯৯৩-৯৪ অর্থবছরের বাইশতম বাজেটে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা দেয়া হয়েছিলো ৯ হাজার ২০০ কোটি টাকা। লক্ষ্যমাত্রার বিপরীতে ঐবছর আদায় করেছিলো ৮ হাজার ৯৯৫ কোটি ৫১ লাখ টাকা। ঐবছর প্রবৃদ্ধি ছিলো ৫ দশমিক ৩৬ শতাংশ। ১৯৯৪-৯৫ অর্থবছরের তেইশতম বাজেটে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা দেয়া হয়েছিলো ১০ হাজার ৩০০ কোটি টাকা। লক্ষ্যমাত্রার বিপরীতে ঐবছর আদায় করেছিলো ১০ হাজার ৫২২ কোটি ৫৬ লাখ টাকা। ঐবছর প্রবৃদ্ধি ছিলো ১৬ দশমিক ৯৮ শতাংশ। ১৯৯৫-৯৬ অর্থবছরের চব্বিশতম বাজেটে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা দেয়া হয়েছিলো ১১ হাজার ৩০০ কোটি টাকা। লক্ষ্যমাত্রার বিপরীতে ঐবছর আদায় করেছিলো ১১ হাজার ৩৭০ কোটি ৬ লাখ টাকা। ঐবছর প্রবৃদ্ধি ছিলো ৮ দশমিক ৫ শতাংশ। ১৯৯৬-৯৭ অর্থবছরের পচিশতম বাজেটে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা দেয়া হয়েছিলো ১৩ হাজার ৪০ কোটি টাকা। লক্ষ্যমাত্রার বিপরীতে ঐবছর আদায় করেছিলো ১২ হাজার ৫০৩ কোটি ২৫ লাখ টাকা। ঐবছর প্রবৃদ্ধি ছিলো ৯ দশমিক ৯৭ শতাংশ। ১৯৯৭-৯৮ অর্থবছরের ছাব্বিশতম বাজেটে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা দেয়া হয়েছিলো ১৪ হাজার ১০০ কোটি টাকা। লক্ষ্যমাত্রার বিপরীতে ঐবছর আদায় করেছিলো ১৩ হাজার ৮০১ কোটি ৭৯ লাখ টাকা। ঐবছর প্রবৃদ্ধি ছিলো ১০ দশমিক ৩৯ শতাংশ। ১৯৯৮-৯৯ অর্থবছরের সাতাশতম বাজেটে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা দেয়া হয়েছিলো ১৪ হাজার ৮৫০ কোটি টাকা। লক্ষ্যমাত্রার বিপরীতে ঐবছর আদায় করেছিলো ১৪ হাজার ৮৬৯ কোটি ২৯ লাখ টাকা। ঐবছর প্রবৃদ্ধি ছিলো ৭ দশমিক ৭৩ শতাংশ। ১৯৯৯-০০ অর্থবছরের আঠাশতম বাজেটে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা দেয়া হয়েছিলো ১৬ হাজার কোটি টাকা। লক্ষ্যমাত্রার বিপরীতে ঐবছর আদায় করেছিলো ১৫ হাজার ১২৩ কোটি ২৫ লাখ টাকা। ঐবছর প্রবৃদ্ধি ছিলো ১ দশমিক ৭১ শতাংশ। ২০০০-০১ অর্থবছরের উনত্রিশতম বাজেটে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা দেয়া হয়েছিলো ১৮ হাজার ৩০০ কোটি টাকা। লক্ষ্যমাত্রার বিপরীতে ঐবছর আদায় করেছিলো ১৮ হাজার ৭৭৪ কোটি ৪৪ লাখ টাকা। ঐবছর প্রবৃদ্ধি ছিলো ২৪ দশমিক ১৪ শতাংশ। ২০০১-০২ অর্থবছরের ত্রিশতম বাজেটে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা দেয়া হয়েছিলো ২০ হাজার ৭৩০ কোটি টাকা। লক্ষ্যমাত্রার বিপরীতে ঐবছর আদায় করেছিলো ২০ হাজার ২০৭ কোটি ২১ লাখ টাকা। ঐবছর প্রবৃদ্ধি ছিলো ৭ দশমিক ৬৩ শতাংশ। ২০০২-০৩ অর্থবছরের একত্রিশতম বাজেটে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা দেয়া হয়েছিলো ২৩ হাজার ৭৫০ কোটি টাকা। লক্ষ্যমাত্রার বিপরীতে ঐবছর আদায় করেছিলো ২৩ হাজার ৫৫১ কোটি ১২ লাখ টাকা। ঐবছর প্রবৃদ্ধি ছিলো ১৬ দশমিক ৫৫ শতাংশ। ২০০৩-০৪ অর্থবছরের বত্রিশতম বাজেটে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা দেয়া হয়েছিলো ২৭ হাজার ৫০ কোটি টাকা। লক্ষ্যমাত্রার বিপরীতে ঐবছর আদায় করেছিলো ২৬ হাজার ১৯৩ কোটি ৭৭ লাখ টাকা। ঐবছর প্রবৃদ্ধি ছিলো ১১ দশমিক ২২ শতাংশ। ২০০৪-০৫ অর্থবছরের তেত্রিশতম বাজেটে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা দেয়া হয়েছিলো ৩০ হাজার ৫০০ কোটি টাকা। লক্ষ্যমাত্রার বিপরীতে ঐবছর আদায় করেছিলো ২৯ হাজার ৯০৪ কোটি ৪৬ লাখ টাকা। ঐবছর প্রবৃদ্ধি ছিলো ১৪ দশমিক ১৭ শতাংশ। ২০০৫-০৬ অর্থবছরের চৌত্রিশতম বাজেটে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা দেয়া হয়েছিলো ৩৪ হাজার ৪৫৬ কোটি টাকা। লক্ষ্যমাত্রার বিপরীতে ঐবছর আদায় করেছিলো ৩৪ হাজার ২ কোটি ৪৩ লাখ টাকা। ঐবছর প্রবৃদ্ধি ছিলো ১৩ দশমিক ৭০ শতাংশ। ২০০৬-০৭ অর্থবছরের পয়ত্রিশতম বাজেটে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা দেয়া হয়েছিলো ৩৭ হাজার ৪৭৯ কোটি টাকা। লক্ষ্যমাত্রার বিপরীতে ঐবছর আদায় করেছিলো ৩৭ হাজার ২১৯ কোটি ৩২ লাখ টাকা। ঐবছর প্রবৃদ্ধি ছিলো ৯ দশমিক ৪৬ শতাংশ। ২০০৭-০৮ অর্থবছরের ছত্রিশতম বাজেটে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা দেয়া হয়েছিলো ৪৫ হাজার ৯৭০ কোটি টাকা। লক্ষ্যমাত্রার বিপরীতে ঐবছর আদায় করেছিলো ৪৭ হাজার ৪৩৫ কোটি ৬৬ লাখ টাকা। ঐবছর প্রবৃদ্ধি ছিলো ২৭ দশমিক ৪৫ শতাংশ। ২০০৮-০৯ অর্থবছরের সাইত্রিশতম বাজেটে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা দেয়া হয়েছিলো ৫৩ হাজার কোটি টাকা। লক্ষ্যমাত্রার বিপরীতে ঐবছর আদায় করেছিলো ৫২ হাজার ৫২৭ কোটি ২৫ লাখ টাকা। ঐবছর প্রবৃদ্ধি ছিলো ১০ দশমিক ৭৩ শতাংশ। ২০০৯-১০ অর্থবছরের আটত্রিশতম বাজেটে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা দেয়া হয়েছিলো ৬১ হাজার কোটি টাকা। লক্ষ্যমাত্রার বিপরীতে ঐবছর আদায় করেছিলো ৬২ হাজার ৪২ কোটি ১৬ লাখ টাকা। ঐবছর প্রবৃদ্ধি ছিলো ১৮ দশমিক ১১ শতাংশ। ২০১০-১১ অর্থবছরের ঊনচল্লিশতম বাজেটে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা দেয়া হয়েছিলো ৭৫ হাজার ৬০০ কোটি টাকা। লক্ষ্যমাত্রার বিপরীতে ঐবছর আদায় করেছিলো ৭৯ হাজার ৪০৩ কোটি ১১ লাখ টাকা। ঐবছর প্রবৃদ্ধি ছিলো ২৭ দশমিক ৯৮ শতাংশ। ২০১১-১২ অর্থবছরের চল্লিশতম বাজেটে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা দেয়া হয়েছিলো ৯২ হাজার ৩৭০ কোটি টাকা। লক্ষ্যমাত্রার বিপরীতে ঐবছর আদায় করেছিলো ৯৫ হাজার ৯৮ কোটি ৯৯ লাখ টাকা। ঐবছর প্রবৃদ্ধি ছিলো ১৯ দশমিক ৭২ শতাংশ। ২০১২-১৩ অর্থবছরের একচল্লিশতম বাজেটে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা দেয়া হয়েছিলো ১ লাখ ১২ হাজার ২৮৯ কোটি টাকা। লক্ষ্যমাত্রার বিপরীতে ঐবছর আদায় করেছিলো ১ লাখ ৯ হাজার ১৫১ কোটি ৭৩ লাখ টাকা। ঐবছর প্রবৃদ্ধি ছিলো ১৪ দশমিক ৮৩ শতাংশ। ২০১৩-১৪ অর্থবছরের বিয়াল্লিশতম বাজেটে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা দেয়া হয়েছিলো ১ লাখ ২৫ হাজার কোটি টাকা। লক্ষ্যমাত্রার বিপরীতে ঐবছর আদায় করেছিলো ১ লাখ ২০ হাজার ৮১৯ কোটি ৮৫ লাখ টাকা। ঐবছর প্রবৃদ্ধি ছিলো ১০ দশমিক ৬৯ শতাংশ। ২০১৪-১৫ অর্থবছরের তিতাল্লিশতম বাজেটে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা দেয়া হয়েছিলো ১ লাখ ৩৫ হাজার ২৮ কোটি টাকা। লক্ষ্যমাত্রার বিপরীতে ঐবছর আদায় করেছিলো ১ লাখ ৩৫ হাজার ৭০০ কোটি ৭০ লাখ টাকা। ঐবছর প্রবৃদ্ধি ছিলো ১২ দশমিক ৩২ শতাংশ। ২০১৫-১৬ অর্থবছরের চুয়াল্লিশতম বাজেটে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা দেয়া হয়েছিলো ১ লাখ ৫০ হাজার কোটি টাকা। লক্ষ্যমাত্রার বিপরীতে ঐবছর আদায় করেছিলো ১ লাখ ৫৫ হাজার ৫১৮ কোটি ৭২ লাখ টাকা। ঐবছর প্রবৃদ্ধি ছিলো ১৪ দশমিক ৬০ শতাংশ। ২০১৬-১৭ অর্থবছরের পয়তাল্লিশতম বাজেটে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা দেয়া হয়েছিলো ১ লাখ ৮৫ হাজার কোটি টাকা। লক্ষ্যমাত্রার বিপরীতে ঐবছর আদায় করেছিলো ১ লাখ ৭১ হাজার ৬৫৬ কোটি ৪৪ লাখ টাকা। ঐবছর প্রবৃদ্ধি ছিলো ১০ দশমিক ৩৮ শতাংশ। ২০১৭-১৮ অর্থবছরের ছেচল্লিশতম বাজেটে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা দেয়া হয়েছিলো ২ লাখ ২৫ হাজার কোটি টাকা। লক্ষ্যমাত্রার বিপরীতে ঐবছর আদায় করেছিলো ২ লাখ ৬ হাজার ৪০৭ কোটি ২৫ লাখ টাকা। ঐবছর প্রবৃদ্ধি ছিলো ২০ দশমিক ২৪ শতাংশ। ২০১৮-১৯ অর্থবছরের সাতচল্লিশতম বাজেটে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা দেয়া হয়েছিলো ২ লাখ ৯৬ হাজার ২০১ কোটি টাকা। ২০১৯-২০ অর্থবছরের আটচল্লিশতম বাজেটে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা দেয়া হয়েছিলো ৩ লাখ ৫০০ কোটি টাকা। লক্ষ্যমাত্রার বিপরীতে ঐবছর আদায় করেছিলো ২ লাখ ১৬ হাজার ৪৫১ কোটি ৭৭ লাখ টাকা। করোনার ঐবছর প্রবৃদ্ধি ছিলো মাইনাস ১ দশমিক ৯৬ শতাংশ। ২০২০-২১ অর্থবছরের ঊনপঞ্চাশতম বাজেটে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা দেয়া হয়েছিলো ৩ লাখ ১ হাজার কোটি টাকা। লক্ষ্যমাত্রার বিপরীতে ঐবছর আদায় করেছিলো ২ লাখ ৬১ হাজার ৬৮৯ কোটি ২০ লাখ টাকা। ঐবছর প্রবৃদ্ধি ছিলো ২০ দশমিক ৯০ শতাংশ। ২০২১-২২ অর্থবছরের পঞ্চাশতম বাজেটে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা দেয়া হয়েছিলো ৩ লাখ ৩০ হাজার কোটি টাকা। লক্ষ্যমাত্রার বিপরীতে ঐবছর আদায় করেছিলো ৩ লাখ ১ হাজার ৬৩৩ কোটি ৮৪ লাখ টাকা। ঐবছর প্রবৃদ্ধি ছিলো ১৫ দশমিক ২৬ শতাংশ।

এনবিআর সূত্র জানায়, চলতি ২০২২-২৩ অর্থবছরের একান্নতম বাজেটে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা দেয়া হয় ৩ লাখ ৭০ হাজার কোটি ১ লাখ টাকা। লক্ষ্যমাত্রার বিপরীতে গত মার্চ মাস পর্যন্ত ৯ মাসে আদায় হয়েছে ২ লাখ ২৫ হাজার ৫১৩ কোটি ২১ লাখ টাকা। আর আগামী ২০২৩-২৪ অর্থবছরের বায়ান্নতম বাজেটের জন্য এনবিআরকে রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা দেয়া হচ্ছে ৪ লাখ ৩০ হাজার কোটি টাকা।

Share