নয়াবার্তা প্রতিবেদক : রাজধানীর মহানগর দায়রা জজ আদালত চত্বরে বোমাবাজির ঘটনা ঘটেছে। সোমবার (২০ নভেম্বর) বিকাল ৪টা ১ মিনিটে মহানগর দায়রা জজ আদালত ভবনের জাতীয় পতাকা উত্তোলন বেদীর সামনে ককটেল বিস্ফারণের ঘটনা ঘটে।
রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পিপি তাপস পাল গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এ আদালতেই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু রাষ্ট্রপক্ষ সময়ের আবেদন করায় আদালতে হৈ চৈ হয়। এর মিনিট বিশেক পর আদালত প্রাঙ্গণে বিস্ফোরণের আওয়াজ পাওয়া যায়।
ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার (লালবাগ) জাফর হোসেন বলেন, ‘একটি ককটেল বিস্ফারণের ঘটনা ঘটেছে। হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। আমরা তদন্ত করে দেখছি কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে।’