
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিসের ডিউটি অফিসার এরশাদ হোসেন জানান, অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে উপ-পরিচালক (অ্যাম্বুলেন্স) আবুল হোসেনের নেতৃত্বে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির অপর দুই সদস্য হলেন, সহকারী পরিচালক (অপারেশন) আবুল হোসেন এবং উপ-সহকারী পরিচালক (মিরপুর জোন) নেওয়াজ আহমেদ।
তিনি আরও জানান, যত দ্রুত সম্ভব তদন্ত রিপোর্ট জমা দিতে কমিটির প্রতি আহ্বান জানানো হয়েছে।
এর আগে, শুক্রবার সন্ধ্যায় মিরপুরে বস্তিতে আগুন লাগে এবং ফায়ার সার্ভিস কর্মীরা দীর্ঘ সাড়ে তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে শনিবার সকালে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে কোন নিহতের খবর পাওয়া যায়নি।
