প্রকাশ্যে ভোট, নতুন মন্ত্রী ফরিদুল হক খানকে ইসিতে তলব

নয়াবার্ত‍া প্রতিবেদক : জামালপুর-২ আসনে ভোটে জিতে পূর্ণ মন্ত্রী হিসেবে শপথ নেওয়া ফরিদুল হক খানকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে তলব করেছে নির্বাচন কমিশন।

গত ৭ জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচনের দিন প্রকাশ্যে ভোট দেওয়ার বিষয়ে ব্যাখ্যা দিতে তাকে ১৫ জানুয়ারি কমিশনে হাজির হতে বলা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ইসির জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) পাঠানো তলবের চিঠিতে বলা হয়েছে, ৭ জানুয়ারি ভোটের দিন জামালপুরের ইসলামপুর উপজেলার পলবান্ধা ইউনিয়নের সিরাবাদ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে প্রকাশ্যে ভোট দেন তিনি, যা গণমাধ্যমে ছবিসহ প্রকাশিত হয়েছে। এতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হয়েছে।

জামালপুর জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শানিয়াজ্জামান তালুকদার বলেন, ‘ভোটকক্ষের মধ্যে প্রকাশ্যে ভোট দেওয়ায় নির্বাচন কমিশন ফরিদুল হক খানকে তলব করেছে। ওই ধরনের একটি চিঠি পেয়েছি।’

তবে এ ব্যাপারে নবনির্বাচিত সংসদ সদস্য ফরিদুল হক খানের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

দ্বাদশ সংসদ নির্বাচনে জামালপুর-২ আসনে নৌকার প্রার্থী ছিলেন ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফরিদুল হক খান। তিনি নৌকা প্রতীকে ৭০ হাজার ৭৬২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী এস এম শাহীনুজ্জামান কাঁচি প্রতীকে ৩০ হাজার ৫৪৮ ভোট পেয়েছেন। ফরিদুল হক খান এবার জয়লাভের মাধ্যমে টানা চারবার সংসদ সদস্য নির্বাচিত হলেন।

Share