সন্ত্রাসবাদ থেকে কোনো দেশই সুরক্ষিত নয় : ক্রেমলিন

রয়টার্স : সন্ত্রাসবাদ থেকে বিশ্বের কোনো দেশই সুরক্ষিত নয় বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্টের দপ্তর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। মস্কোর উপকণ্ঠের কনসার্ট হলে গত শুক্রবারের ভয়াবহ হামলা ঠেকাতে না পারাটা রাশিয়ার নিরাপত্তা বাহিনীগুলোর ব্যর্থতা কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে এ কথা বলেছেন তিনি।

শুক্রবার সন্ধ্যায় মস্কোর উত্তর–পশ্চিম প্রান্তে ক্রোকাস সিটি হলে একটি ব্যান্ডের পরিবেশনা শুরু হওয়ার আগমুহূর্তে সেখানে হামলা চালায় বন্দুকধারীরা। ছয় হাজারের বেশি মানুষের উপস্থিতিতে ওই হলে ঢুকে এলোপাতাড়ি গুলিবর্ষণ করে হামলাকারীরা। একপর্যায়ে হলটিতে আগুন ধরিয়ে দেয় তারা। এ ঘটনায় এখন পর্যন্ত অন্তত ১৩৭ জন নিহত এবং ১৮২ জন আহত হয়েছেন।

গত দুই দশকের মধ্যে রাশিয়ার ভেতরে সবচেয়ে প্রাণঘাতী এ হামলার পরদিন শনিবার জাতির উদ্দেশে ভাষণ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেন, এ হামলার জন্য দায়ী সবাইকে শাস্তি দেওয়া হবে। এ ঘটনায় ১১ জনকে আটক করা হয়েছে জানিয়ে রুশ প্রেসিডেন্ট বলেন, তাঁদের মধ্যে চারজন ইউক্রেনের দিকে যাচ্ছিলেন।

ক্রেমলিনের মুখপাত্র পেসকভ আজ সোমবার বলেছেন, এ হামলার তদন্ত চলছে। তাই ইসলামিক স্টেটের (আইএস) পক্ষ থেকে হামলার দায় স্বীকারের যে বার্তা দেওয়া হয়েছে, সে বিষয়ে কোনো মন্তব্য করা সমীচীন নয়। সাংবাদিকদের তিনি বলেন, ‘তদন্ত চলমান। যত দূর জানি, এখন পর্যন্ত কোনো কিছুই স্পষ্ট করা হয়নি।’

রাজধানীর মস্কোর উপকণ্ঠে এ ধরনের প্রাণঘাতী হামলার ঘটনায় গোয়েন্দা সংস্থাগুলোর ব্যর্থতা প্রকাশিত হয়েছে কি না, সে প্রশ্নের জবাবে দিমিত্রি পেসকভ বলেন, হামলার ঘটনা সবাইকে আবেগপ্রবণ করেছে। কিন্তু কোনো দেশই সন্ত্রাসবাদ থেকে সুরক্ষিত নয়।

ক্রেমলিনের মুখপাত্র বলেন, ‘দুঃখজনকভাবে আমাদের বিশ্ব দেখিয়েছে, কোনো শহর, কোনো দেশ সন্ত্রাসবাদের হুমকি থেকে সম্পূর্ণরূপ থেকে নিরাপদ নয়।’ রাশিয়াকে রক্ষায় গোয়েন্দা সংস্থাগুলো ক্লান্তিভাবে কাজ করছে বলে উল্লেখ করেন তিনি।

দিমিত্রি পেসকভ বলেন, ‘সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই একটি চলমান প্রক্রিয়া, যেখানে পূর্ণ মাত্রায় আন্তর্জাতিক সহযোগিতার প্রয়োজন। কিন্তু আপনি দেখবেন যে আজকের তীব্র সংঘাতপূর্ণ এই সময়ে কোনোভাবেই এ ধরনের সহযোগিতা সম্ভব হচ্ছে না।’

সোভিয়েত ইউনিয়ন আমলের গোয়েন্দা সংস্থা কেজিবির প্রধান উত্তরসূরি ফেডারেল সিকিউরিটি সার্ভিস (এফএসবি) বর্তমানে রাশিয়ার সবচেয়ে প্রভাবশালী গোয়েন্দা সংস্থাগুলোর একটি। ২০০৮ সাল থেকে এই সংস্থার নেতৃত্ব দিচ্ছেন আলেক্সান্দার বোর্তনিকোভ। হামলার পর থেকে তদন্তের বিষয়ে তিনি রুশ প্রেসিডেন্ট পুতিনকে অবহিত করছেন।

মার্কিন গোয়েন্দা তথ্য :
যুক্তরাষ্ট্র বলেছে, মস্কোয় সম্ভাব্য হামলা নিয়ে দুই সপ্তাহ আগে রাশিয়াকে সতর্ক করেছিল তারা। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মস্কোয় যুক্তরাষ্ট্রের দূতাবাস একটি সতর্কবার্তা দিয়েছিল যে, ‘চরমপন্থীরা’ হামলা চালানোর পরিকল্পনা করছে।

রাশিয়ার নিরাপত্তা বাহিনীগুলোর কি পশ্চিমাদের সহায়তা দরকার ছিল কি না, এমন প্রশ্নের জবাবে দিমিত্রি পেসকভ বলেন, ‘আমাদের গোয়েন্দা সংস্থাগুলো স্বাধীনভাবে কাজ করছে। এখানে কোনো ধরনের সহায়তার কোনো প্রশ্নই ওঠে না।’

এ–সংক্রান্ত গোয়েন্দা তথ্যের বিস্তারিত বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি পেসকভ। তবে তিনি বলেন, ‘হামলার পর থেকে অন্যান্য দেশের নেতাদের সঙ্গে আলোচনায় আমাদের রাষ্ট্রপ্রধান সন্ত্রাসবাদ দমনে আন্তর্জাতিক প্রচেষ্টা জোরদারের ওপর গুরুত্ব দিয়েছেন।’

ক্রেমলিন–ঘনিষ্ঠ কিছু রুশ সংবাদমাধ্যম ও টেলিগ্রাম চ্যানেলে সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদের ভিডিও ফুটেজ প্রকাশিত হয়েছে। তাতে এক সন্দেহভাজনের কান কাটা দেখা গেছে। আরেকজনকে হাত বাঁধা অবস্থায় দেখা গেছে। তাঁর চুল ধরে জিজ্ঞাসাবাদ করছিলেন একজন তদন্তকারী। আরেকজনকে হাসপাতালের শয্যায় জিজ্ঞাসাবাদ করতে দেখা গেছে।

স্থানীয় সময় রোববার রাতে যখন তাঁদের আদালতে হাজির করা হয়, তখন একজনের কানে ব্যান্ডেজ, আরেকজনের মুখে আঘাত এবং অপর একজনকে হাসপাতালে থাকা রোগীদের পোশাকে আনা হয়।

সন্দেহভাজনদের ওপর নিপীড়ন করা হচ্ছে কি না, সে প্রশ্নের কোনো জবাব দেননি ক্রেমলিনের মুখপাত্র পেসকভ।

Share