সাতক্ষীরার শ্যামনগরে ভ্যানের চাকায় মাফলার পেঁচিয়ে বৃদ্ধের শরীর থেকে মাথা বিচ্ছিন্ন

শ্যামনগর প্রতিনিধি : সাতক্ষীরার শ্যামনগরে ব্যাটারিচালিত ভ্যানের চাকায় মাফলার পেঁচিয়ে গলায় ফাঁস লেগে আব্দুর রশিদ গাজী (৬০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার (৪ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে বংশীপুর-ভেটখালী সড়কের পাতড়াখোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুর রশিদ উপজেলার রমজাননগর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চাঁদখালী গ্রামের মৃত বেলায়েত গাজীর ছেলে।

স্থানীয় জান্নাতুল নাঈম জানান, রাতে যশোরের শহরতলি পুলেরহাটে আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে ড. মিজানুর রহমান আজহারীর ওয়াজ শুনে সকালে স্ত্রীকে নিয়ে বাড়িতে ফিরছিলেন আব্দুর রশিদ গাজী। যশোর থেকে বাসযোগে বংশীপুর পর্যন্ত আসেন তারা। এরপর বংশীপুর থেকে ভ্যানে করে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হন। পথে পাতড়াখোলা মসজিদের সামনে পৌঁছালে অসাবধানতাবশত তাদের বহনকারী ব্যাটারিচালিত ভ্যানের চাকায় মাফলার পেঁচিয়ে যায়। এতে গলায় ফাঁস লেগে শরীর থেকে মাথা আলাদা হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Share