আনোয়ারা পারভীন : বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত প্রবাসী বাংলাদেশিরা নতুন বছরের প্রথম মাস জানুয়ারির প্রথম ১১ দিনে ৭৩ কোটি ৬৬ লাখ ১০ হাজার বা ৭৩৬ দশমিক ৬১ মিলিয়ন ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন। বাংলাদেশি মুদ্রায় প্রতি ডলার ১২৩ টাকা ধরে যার পরিমাণ ৯ হাজার ৬০ কোটি ৩০ লাখ ৩০ হাজার টাকা। সে হিসাবে প্রতিদিন এসেছে ৮২৩ কোটি ৬৬ লাখ টাকার বেশি। আজ বাংলাদেশ ব্যাংক এ তথ্য প্রকাশ করেছে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, জানুয়ারি মাসের প্রথম ১১ দিনে এসেছে ৭৩ কোটি ৬৬ লাখ ১০ হাজার ডলারের রেমিট্যান্স। এভাবে রেমিট্যান্স আসার গতি অব্যাহত থাকলে চলতি মাসেও দুই বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে। আলোচিত সময়ে সরকারি ব্যাংকগুলোর মাধ্যমে রেমিট্যান্স এসেছে ২০ কোটি ১৯ লাখ ৩০ হাজার ডলার, বিশেষায়িত দুই ব্যাংকের মধ্যে বাংলাদেশ কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে ২ কোটি ৪৮ লাখ ৫০ হাজার ডলার। বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে ৫০ কোটি ৭৩ লাখ ৩০ হাজার ডলারের রেমিট্যান্স এসেছে। আর বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২৫ লাখ ১০ হাজার ডলার।
এর আগে সদ্যবিদায়ী বছরের শেষ মাস ডিসেম্বরে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি ২৬৩ কোটি ৮৭ লাখ ৮০ হাজার বা ২ দশমিক ৬৪ বিলিয়ন মার্কিন ডলারের রেমিট্যান্স আসে। দেশীয় মুদ্রায় প্রতি ডলার ১২৩ টাকা ধরে যার পরিমাণ দাঁড়ায় ৩২ হাজার ৪৫৬ কোটি ৯৯ লাখ ৪০ হাজার টাকা। আর চলতি অর্থ বছরের প্রথম ৬ মাসে এসেছে ১ হাজার ৩৭৭ কোটি ৬৫ লাখ ৬০ হাজার বা ১৩ দশমিক ৭৭ বিলিয়ন মার্কিন ডলার। দেশীয় মুদ্রায় প্রতি ডলার ১২৩ টাকা ধরে যার পরিমাণ দাঁড়ায় ১ লাখ ৬৯ হাজার ৪৫১ কোটি ৬৮ লাখ ৮০ হাজার টাকা।
একক মাস হিসাবে গত ডিসেম্বরের আগে কখনোই এত পরিমাণ রেমিট্যান্স আসেনি। এর আগে করোনাকালীন ২০২০ সালের জুলাই মাসে ২৫৯ কোটি ৮২ লাখ ১০ হাজার বা ২ দশমিক ৫৯ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছিল। এবার সেই রেকর্ড ভাঙলো ২০২৪ সালের বিজয়ের মাস ডিসেম্বর। গতকাল বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, ২০২৪ সালের শেষ মাস ডিসেম্বরের পুরো সময়ে গত বছরের একই সময়ের চেয়ে ৬৪ কোটি ৭৫ লাখ ২০ হাজার মার্কিন ডলার বেশি রেমিট্যান্স এসেছে। গত বছরের ডিসেম্বরে এসেছিল ১৯৯ কোটি ১২ লাখ ৬০ হাজার ডলার। ২০২৪ সালের মার্চ ও জুলাই মাস বাদে বাকি ১০ মাসই ২ বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স এসেছে।
তথ্য বলছে, চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথমার্ধের জুলাই-ডিসেম্বরে বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা ১ হাজার ৩৭৭ কোটি ৬৫ লাখ ৬০ হাজার ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন। যা গত অর্থবছরের একই সময়ের চেয়ে ২৯৭ কোটি ৬৮ লাখ ৮০ হাজার ডলার বেশি এসেছে। গত অর্থবছরের প্রথমার্ধের জুলাই-ডিসেম্বরে রেমিট্যান্স এসেছিল ১ হাজার ৭৯ কোটি ৯৬ লাখ ৮০ হাজার ডলার।
এর আগে দেশের ইতিহাসে এক মাসে সর্বোচ্চ ২৫৯ কোটি ৮২ লাখ ১০ হাজার বা ২ দশমিক ৫৯ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছিল ২০২০ সালের জুলাই মাসে। বছরওয়ারি হিসাবে সর্বোচ্চ রেমিট্যান্স আসে ২০২০-২১ অর্থবছরে। ওই অর্থবছরে মোট রেমিট্যান্স আসে ২ হাজার ৪৭৭ কোটি ৭৭ লাখ ১০ হাজার বা ২৪ দশমিক ৭৭ বিলিয়ন মার্কিন ডলার।