নিজস্ব ডেস্ক প্রতিবেদক : অবশেষে খোঁজ মিললো চাঁদের মাটিতে অবতরণ করতে যাওয়া যান বিক্রমের। রবিবার এক সংবাদ সম্মেলনে বিক্রমকে খুঁজে পাওয়ার খবর জানিয়েছেন ভারতের মহাকাশ গবেষণা সংস্থার (ইসরো) প্রধান কে শিবন। খবর এনডিটিভির।
শনিবার চাঁদে অবতরণের সময়ে বিক্রমের সঙ্গে বিচ্ছিন্ন হয়েছিল যোগাযোগ। তার পর থেকে দেশটির মহাকাশ বিজ্ঞানীরা চেষ্টা চালিয়ে যাচ্ছিলো ল্যান্ডার বিক্রমের খোঁজ।
রবিবার কে শিবন বলেছেন, আমরা অবতরণকারী যান বিক্রমের অবস্থান খুঁজে পেয়েছি এবং অর্বিটার একটি ছবি থার্মাল তুলেছে। কিন্তু বিক্রমের সঙ্গে এখনো কোন যোগাযোগ হয়নি। আমরা যোগাযোগ স্থাপনের চেষ্টা করছি। শিগগিরই তা সম্ভব হবে।
তবে ল্যান্ডার বিক্রমের পরিণতি শেষ পর্যন্ত কী হল, তা ভারতীয় মহাকাশ বিজ্ঞানীদের কাছে স্পষ্ট ছিল না। বিক্রমের সঙ্গে যোগাযোগ স্থাপন করা সম্ভব হলে তবেই মিলবে জরুরি তথ্য। ঠিক কী ঘটেছিল ল্যান্ডিংয়ের সময়ে, জানা যাবে সেই তথ্য বিশ্লেষণ করে।
উল্লেখ্য, ভারতের মহাকাশ গবেষণা সংস্থার (ইসরো) বিজ্ঞানীরা জানান, শনিবার চাঁদের পৃষ্ঠে অবতরণের কয়েক সেকেন্ড আগেই চন্দ্রযান- ২ এর ল্যান্ডারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।