
বিশেষ প্রতিনিধি : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন ও সংস্কার আলাদা কিছু না। সংস্কার সংস্কারের মতো চলবে, নির্বাচন নির্বাচনের মতো চলবে।
আজ মঙ্গলবার ঠাকুরগাঁওয়ের কালিবাড়ীতে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।
বিএনপি মহাসচিব বলেন, ‘অন্তবর্তী সরকার আমাদের সমর্থনে ছাত্র-জনতার গণঅভ্যূত্থানের মধ্য দিয়ে এসেছে। তারা এসে রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তনের জন্য কিছু সংস্কার কর্মসূচি সামনে নিয়ে এসেছে, সংস্কার কমিশন তৈরি করেছে।’
‘সেই সংস্কারের প্রস্তাবগুলো আমরা যথাযথভাবে পর্যালোচনা করছি, পর্যবেক্ষণ করছি এবং পরীক্ষা করছি,’ বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, ‘আমরা আমাদের দলের পক্ষ থেকে মতামত সংস্কার কমিশনগুলোকে দিয়েছি। এটা নিয়ে আগামী দিনে তারা আমাদের সঙ্গে বসবেন, অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গেও বসবেন।’
‘সেখানে যেসব বিষয় নিয়ে মতৈক্য হবে, সেগুলো সামনে এনে নির্বাচন হবে। নির্বাচনের আগেই একটা চার্টার অব রিফর্ম তৈরি হবে, সেখানে রাজনৈতিক দলগুলো স্বাক্ষর করবে,’ বলেন তিনি।
মির্জা ফখরুল আরও বলেন, ‘যারা নির্বাচিত হবেন, তারা সেই সংস্কারগুলো বাস্তবায়ন করবেন। এই হচ্ছে বর্তমানে রাজনৈতিক বোঝাপড়া।’
চলতি বছর নির্বাচনের আশা করতে পারি কিনা, এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘আমরা তো নির্বাচনের আশা করি, কারণ আমাদের প্রধান উপদেষ্টাই বলেছেন যে, ডিসেম্বরের মধ্যে তিনি নির্বাচন করতে চান।’
অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সংস্কার আর নির্বাচন তো আলাদা কিছু না। সংস্কার সংস্কারের মতো চলবে, নির্বাচন নির্বাচনের মতো চলবে।’
‘রাজনৈতিক দল হিসেবে আমাদের কাজ হচ্ছে জনগণের সঙ্গে সম্পর্ক তৈরি করা। আমরা ৩১ দফার ওপর এই কাজগুলো করেছি। জনগণের সামনে আমাদের কথা গুলো তুলে ধরেছি,’ বলেন মির্জা ফখরুল।
প্রধান উপদেষ্টার সাম্প্রতিক চীন সফর সম্পর্কে তিনি বলেন, ‘চীন সফর নিঃসন্দেহে বর্তমান অন্তবর্তী সরকারের বড় সাফল্য। কারণ ইতোপূর্বে আমরা লক্ষ্য করেছি যে, এর আগে আওয়ামী লীগের সময়ে একতরফাভাবে চীনের সঙ্গে একটা দলের সম্পর্ক গড়ে উঠেছিল।’
‘কিন্তু সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে চীন তাদের চিন্তা-ভাবনা পরিবর্তন করেছে। তারা এখন সব রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথাবার্তা বলছে,’ বলেন তিনি।
মির্জা ফখরুল আরও বলেন, ‘চীন যেহেতু একটা সমৃদ্ধ দেশ, অর্থনৈতিক দিক থেকে চীন যুক্তরাষ্ট্রের পরের অবস্থানে রয়েছে। সেক্ষেত্রে চীন প্রতিশ্রুতিও দিয়েছে যে তারা আগামী দিনগুলোতে উৎপাদনে, উন্নয়নে তারা আরও বিনিয়োগ করবে। এটা নিঃসন্দেহে আমাদের জন্য আশার কথা।
বিএনপির ঈদ পরবর্তী রাজনৈতিক কর্মসূচি প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাদের রাজনৈতিক কর্মসূচি হবে, এখনো চলছে, রমজান মাসেও হয়েছে।’
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক পয়গাম আলী, সাংগঠনিক সম্পাদক মো. দেলোয়ার হোসেন প্রমুখ।