WordPress database error: [Disk full (/tmp/#sql_37b_0.MAI); waiting for someone to free some space... (errno: 28 "No space left on device")]
SHOW FULL COLUMNS FROM `nb_postmeta`

নেপালে অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হলেন সুশীলা কারকি

নয়াবার্তা ডেস্ক : নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন সুশীলা কারকি। তিনি দেশটির সুপ্রিম কোর্টের সাবেক প্রধান বিচারপতি।

শুক্রবার নেপালের প্রেসিডেন্ট রামচন্দ্র পৌডেল সংবিধানের ৬১ অনুচ্ছেদের আওতায় এই নিয়োগ চূড়ান্ত করেছেন। নেপালের স্থানীয় সময় শুক্রবার রাত নয়টার দিকে সুশীলা কারকির শপথ নেওয়ার কথা।

দ্য হিমালয়ান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্টের দপ্তর শীতল নিবাসে দিনভর অন্তর্বর্তী সরকারের প্রধানকে নিয়োগের ব্যাপারে আলোচনা হয়। প্রেসিডেন্টের দপ্তরের গণমাধ্যম উপদেষ্টা কিরণ পোখরেল জানান, সংসদ ভেঙে দেওয়া ও নির্দলীয় প্রশাসন গঠনের ব্যাপারে জেন-জিদের যে দাবি ছিল সেটিও পূরণ হয়েছে।

২০১৫ সালে নেপালের নতুন সংবিধান ঘোষণার পর প্রথমবারের মতো কোনো প্রধানমন্ত্রীকে ৬১ অনুচ্ছেদের আওতায় নিয়োগ দেওয়া হলো। এই অনুচ্ছেদ প্রেসিডেন্টকে রাষ্ট্রপ্রধান হিসেবে কাজ করার এবং সাংবিধানিক ও ফেডারেল আইনের অধীনে দায়িত্ব পালনের ক্ষমতা দেয়।

৭৩ বছর বয়সী সুশীলা কারকি একজন শিক্ষাবিদ ও নেপালের সুপ্রিম কোর্টের প্রথম নারী প্রধান বিচারপতি।

নয়াবার্তা/আনোয়ারা পারভীন

Share