‘থানায় আগত মানুষের সঙ্গে ভালো আচরণ করতে হবে’

নিজস্ব বার্তা প্রতিবেদক : ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম বলেছেন, থানা জনগণের সেবা পাওয়ার সর্বোচ্চ জায়গা। থানায় এসে কেউ যাতে হয়রানির শিকার না হয় সেদিকে খেলাল রাখতে হবে। থানায় আগত মানুষের সঙ্গে ভালো আচরণ করতে হবে।

রবিবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। দায়িত্ব নেওয়ার পর আজ প্রথমবারের মতো সংবাদ সম্মেলনে আসলেন তিনি।

ডিএমপি কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, ‘ইতোমধ্যে থানার ওসিদের ডেকে প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে। আর থানার ওসির বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারির অভিযোগ আসলে তাও তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।’

রাজধানীর ট্রাফিক ব্যবস্থা নিয়েও কথা বলেন কমিশনার। তিনি বলেন, ‘রাজধানীতে বিভিন্ন জায়গায় উন্নয়নমূলক কাজ চলছে। বাড়ছে পরিবহনও। এ কারণে ট্রাফিক সার্জেন্ট শত চেষ্টা করেও রাস্তার যানজট নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছে। এ কারণে সকাল বেলা বিশেষ করে অফিস সময় সংশ্লিষ্ট জোনের সার্জেন্টই নয়, ডিসি ও তার নিম্ন পদস্থ কর্মকর্তাকেও ২ থেকে ৩ ঘন্টা করে রাস্তায় রাখা হবে। তারা রাজধানীর যানজট নিয়ন্ত্রণে মাঠে থেকে কাজ করবেন।’

অপর এক প্রশ্নে কমিশনার বলেন, ‘মাদক একটি সামাজিক ব্যাধি। তবে মাদক নির্মূল করতে হলে সবার আগে পরিবারকে এগিয়ে আসতে হবে। তবে মাদক যেন রাজধানীতে না ঢুকতে পারে সেজন্য আমরা নতুন নতুন পরিকল্পনা গ্রহণ করবো।’

Share