
ঢাকা কাস্টমস হাউজের সহকারী কমিশনার সাজ্জাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দুবাই থেকে আসা যাত্রী সাহাবুদ্দিন ও মনির আহমেদ বিমানবন্দরে গ্রিন চ্যানেল পার হবার সময় কাস্টমস কর্মকর্তারা তাদের দুইজনকে চ্যালেঞ্জ করে এবং তাদের দেহ ও লাগেজ তল্লাশি করে ২ কেজি ২০০ গ্রাম স্বর্ণ পাওয়া যায়।
স্বর্ণগুলো অভিনব কায়দায় তার আকারে তাদের লাগেজে সেটিং করা ছিল। এসময় সাহাবুদ্দিন ও মনির আহমেদকে আটক করা হয়।
অপর দিকে, বুধবার রাতে অন্যান্য বিমানে আসা কয়েকজন সন্দেহভাজন যাত্রীকে তল্লাশি করে আরও ২০০ গ্রাম স্বর্ণ ও ১০০ পিস বিভিন্ন ব্র্যান্ডর বিদেশি মোবাইল ফোন সেট আটক করা হয়। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে।
