নিজস্ব ডেস্ক প্রতিবেদক : প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চীনে মৃতের সংখ্যা দেড় হাজার ছাড়িয়েছে। এই ভাইরাসে আক্রান্ত হয়ে চীনের হুবেই প্রদেশে মারা গেছেন আরো ১৩৯ জন । শনিবার চীনের স্বাস্থ্য কমিশনের বরাত দিয়ে এমনটি জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
চীনের পররাষ্ট্রমন্ত্রী এবং হুবেইর প্রাদেশিক কাউন্সিলর ওয়াং ই বলেন, সবকিছু মিলিয়ে এই মহামারী আমাদের নিয়ন্ত্রণে আছে।
এ দিকে চীনের মূল ভূখণ্ডের বাইরে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হংকং, ফিলিপাইন এবং জাপানে তিনজনের মৃত্যু হয়েছে। এছাড়া শুক্রবার মিশরে করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। আফ্রিকার দেশগুলোর মধ্যে এটি প্রথম করোনা ভাইরাস আক্রান্ত রোগী শনাক্তের ঘটনা। বিশ্বের প্রায় ২৭টি দেশে করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে
গত ডিসেম্বরে চীনের উহান শহরে করোনাভাইরাসের আবির্ভাব ঘটে। প্রতিনিয়ত এই ভাইরাসে বাড়ছে আক্রান্তের সংখ্যা। করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের শরীরে প্রাথমিক লক্ষণ হিসেবে শ্বাসকষ্ট, জ্বর, সর্দি, কাশির মত সমস্যা দেখা দেয়।