নিজস্ব ডেস্ক প্রতিবেদক : ফিলিস্তিনের ইসলামপন্থী সংগঠন হামাসের সুন্দরী তরুণীদের ছবির ফাঁদে পড়েছে ইসরাইলি সেনারা।
ইসরাইলি সেনাবাহিনী বলেছে, সুন্দরী তরুণীদের ছবি ব্যবহার করে হামাস বেশ কয়েকটি ইসরাইলি সেনার স্মার্টফোন হ্যাক করেছে।
একজন মুখপাত্র বলেছেন, সৈন্যদের তরুণীদের নকল ছবি পাঠানো হয়। এরপর প্রলোভন দেখিয়ে একটি অ্যাপ ডাউনলোড করতে বলা হয়। যাতে সেনাদের হ্যান্ডসেটগুলি নিয়ন্ত্রণে নেওয়া যায়।
ইসরাইলি সেনাবাহিনীর এই মুখপাত্র দাবি করেন, এ ঘটনায় তাদের কোনো গুরুত্বপূর্ণ তথ্য পাচার হয়নি।
লেফটেন্যান্ট কর্নেল জোনাথন কনরিকাসের মতে, ইসরাইলি সৈন্যদের ফোনে হামাসের হামলা চালানোর মধ্যে এটি তৃতীয় প্রচেষ্টা। তিনি বলেন, ‘আমরা দেখতে পাচ্ছি যে হামাস তাদের কৌশল শিখছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, তরুণীরা সৈন্যদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করে। এরপর লিঙ্ক দেয়। তারা বলে- এর মাধ্যমে ছবি আদান-প্রদান করতে সহজ হবে। তবে বাস্তবে সৈন্যরা ওই লিঙ্ক থেকে ম্যালওয়্যার ডাউনলোড করতো। যা স্মার্টফোন বা কম্পিউটারে আক্রমণ করতে পারে।
লিঙ্কটি খোলার পরে, প্রোগ্রামটি একটি ভাইরাস ইন্সটল করে ডিভাইসে। যা হ্যাকারকে অবস্থান, ছবি এবং পরিচিতিসহ ফোনের ডেটাতে অ্যাক্সেস দেয়।