আয়রন ম্যানের মতো আকাশে উড়ে গেলেন ভিন্স রেফেট

নিজস্ব ডেস্ক প্রতিবেদক : আয়রন ম্যান। এক সুপারহিরো। যা চলচ্চিত্রেই দেখা মেলে। তবে এবার বাস্তবেই দেখা গেলো আয়রন ম্যানকে। যিনি কিনা দুর্দান্ত গতিতে উড়ে গেলেন আকাশে।

ঘটনাটি দুবাইয়ের। আয়রন ম্যানের মতো যিনি আকাশে উড়ে যান তার নাম ডেয়ারডেভিল ভিন্স রেফেট। তিনি একজন ফরাসী। এক হাজার ৮০০ মিটার (প্রায় ৬ হাজার ফুট) উপরে উঠেছেন তিনি। যার ভিডিও ভাইরাল হয়ে যায়।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ‘জেটম্যান’ নামে পরিচিত রিফেট এবং তার সহযোগীরা। আকাশে উড়ার জন্য তিনি জেটপ্যাকস এবং কার্বন ফাইবারের পাখার সাহায্য নেন। এতে তিনি সত্যিকার অর্থেই নতুন উচ্চতায় উড়ে যান।

ভিডিওতে দেখা যায়, শুক্রবার দুবাইয় উপকূলে বিস্ময়করভাবে ওই ব্যক্তি আকাশে উড়ে বেড়ান। উড়ার গতিও ছিলো বেশ। বিশ্বের শীর্ষতম ভবন বুর্জ খলিফার ওপরে প্রায় দুইবার উড়ে গেছেন তিনি।

আকাশে উড়তে সাহায্য করা কার্বন ফাইবারের পাখাগুলি চারটি মিনি জেট ইঞ্জিন দ্বারা চালিত। এগুলো প্রতি ঘণ্টা ৪০০ কিলোমিটার গতিতে পৌঁছাতে সক্ষম।

রেফেট বলেন, ‘এটি ছিলো দলগত দুর্দান্ত পারফর্ম। সফলতার সঙ্গে উড়তে পারায় আমরা আনন্দিত।’

Share