নিজস্ব ডেস্ক প্রতিবেদক : করোনা ভাইরাসে মহামারিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ভাইরাসটির আঁতুড়ঘর চীনের পক্ষেই কথা বলছেন বলে অভিযোগ তুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও করোনা ভাইরাসে ছড়ানোর জন্য চীনকেই দায়ী করে আসছিল আমেরিকাসহ পশ্চিমা বিশ্বের বেশ কয়েকটি দেশ।
আন্তর্জাতিক গণমাধ্যমে বলা হয়, করোনা ভাইরাসের মহামারিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে রিপাবলিকান সিনেটর মার্কো রুবিও অভিযোগ করেছিলেন যে- বিশ্ব স্বাস্থ্য সংস্থা পক্ষপাতদুষ্ট আচরণ করছে।
বিষয়টি নিয়ে বুধবার হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে প্রশ্ন করেন সাংবাদিকরা। প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা খুব চীনে ঘেঁষা আচরণ করছে। বিশ্বের অনেক মানুষ বিষয়টিতে খুশি নয়। আর এটা যে অন্যায় হচ্ছে আর সে ব্যাপারে যে অনেক কথা হচ্ছে তা নিয়ে আমি নিশ্চিত। আমার মনে হয়, অনেকেই ভাবছেন যে এটা অন্যায় হচ্ছে।
এদিকে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাসচিব টেড্রোস আধানম ঘেব্রেয়েসাসের ভূমিকা নিয়ে এর আগেই প্রশ্ন তুলেছিলেন মার্কিন কংগ্রেসের সদস্য মাইকেল ম্যাককল। তার সঙ্গে সুর মিলিয়ে প্রশ্ন তুলেছিলেন মার্কিন কংগ্রেসের আর এক সদস্য গ্রেগ স্টিউব।
তাদের অভিযোগ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাসচিবের সঙ্গে চীন অনৈতিক সম্পর্ক গড়ে তুলেছে। সম্প্রতি ঘেব্রেয়েসাস চীনের মুখপত্রের মতো আচরণ করে চলছে।