বিয়ের পোশাক বাদ দিয়ে পড়লেন পিপিই

নিজস্ব ডেস্ক প্রতিবেদক : তার জীবনের শ্রেষ্ঠ দিন হতেই পারত সোমবার। তিনি চাইলেই পারতেন এই দিনটিকে জীবনের স্মরণীয় দিন করে রাখতে। ভারতের কুন্নুরে কর্মরত চিকিৎসক সফি এম মুহম্মদ বিয়ের দিন পিছিয়ে দিয়ে পুরো দিনটা কাটলেন হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে। তার মতে, দেশের এই পরিস্থিতির মধ্যে বিয়ে করার মতো বিলাসিতা তার জীবনে আর নেই। তার জীবনের যা পেশাগত কর্তব্য, তাই তিনি পালন করলেন।

হবু স্বামী দুবাইয়ের ব্যবসায়ী। ২৯ মার্চ বিয়ের জন্যই তিনিও তৈরিই ছিলেন। কিন্তু কনে বলে দিল এখন বিয়ে হবে না। আগে দেশের ফাড়া কাটুক তারপর বিয়ে। আপাতত চিকিৎসক হিসাবে আমার যা কাজ আমি তাই করবো। তবে এই নিয়ে বিশেষ কথা বলতে চান না সফি।

হাসপাতালে সংবাদমাধ্যম কর্মী দেখে প্রথমে একটাও কথা বলতে চাননি। তারপর বললেন, ‘দেখুন বিয়ে অপেক্ষা করতে পারে, অসুস্থ হয়ে যারা হাসপাতালে ভর্তি তারা অপেক্ষা করতে পারবেন না। তাই আমি আমার কর্তব্য পালন করছি মাত্র। এর বাইরে কিছুই নয়। এটা নিয়ে এতো আলোচনার কোনও প্রয়োজন নেই।’

যেদিন বিয়ের পোশাকে থাকার কথা ছিল তার সেদিনই তিনি হাসপাতালে পড়ে আছেন পিপিই। ওয়ার্ড থেকেই ফোনে বললেন, ‘বন্ধুরা এই নিয়ে ইয়ার্কি মারছে। বাড়ির লোকেরাও হাসি ঠাট্টা করছে কিন্তু সবার মানসিক সমর্থন ছাড়া আমি এই সিদ্ধান্ত নিতে পারতাম না। মা-বাবা আমার কথায় একবারে রাজি হয়ে গিয়েছিলেন। আমার হবু স্বামীও রাজি হয়েছেন। আমি তাদের কাছেও কৃতজ্ঞ।’

Share