দেশের আদালতসমূহে ছুটি ১১ এপ্রিল পর্যন্ত

নিজস্ব বার্তা প্রতিবেদক : আগামী ১১ এপ্রিল পর্যন্ত সুপ্রিমকোর্টের হাইকোর্ট ও আপিল বিভাগ এবং দেশের অধস্তন আদালতসমূহে ছুটি থাকবে। ছুটি বাড়ার বিষয়ে বিজ্ঞপ্তি জারির বিষয়টি জানান সুপ্রিমকোর্টের বিশেষ কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা আগামী ৯ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটির ধারাবাহিকতায় দেশের আদালতেও ছুটি ঘোষণা করা হয়েছে। ১০ ও ১১ এপ্রিল শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি।

সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর স্বাক্ষরিত এ সংক্রান্ত বিজ্ঞপ্তি সুপ্রিমকোর্টের ওয়েবসাইটেও প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশব্যাপী করোনাভাইরাস (কোভিড-১৯) এর সংক্রমণ মোকাবেলা এবং এর ব্যাপক বিস্তার প্রতিরোধকল্পে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ২৯ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত সুপ্রিমকোর্টের হাইকোর্ট ও আপিল বিভাগ এবং দেশের অধস্তন আদালতসমূহে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছিল। ৩ ও ৪ এপ্রিল শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। এখন এ ছুটি ৫ এপ্রিল থেকে ৯ এপ্রিল পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।

এ বিষয়ে বিস্তারিত সুপ্রিমকোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। বাসস

Share