নিজস্ব বার্তা প্রতিবেদক : দেশে মহামারি করোনা ভাইরাস (কোভিড-১৯) এ আক্রান্ত শনাক্তের ৫২ তম দিনে আরো ৩ জন মৃত্যুবরণ করেছেন। মৃত্যুবরণকারীরা সবায় ঢাকার ভেতরের। এ নিয়ে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা দাঁড়ালো ১৫৫ জনে। ২৪ ঘণ্টায় ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন আরো ৫৪৯ জন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ৪৬২ জনে। নতুন করে সুস্থ হয়েছেন ৮ জন। মোট সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ১৩৯ জন। এর আগে সোমবার ৪৯৭ জন নতুন শনাক্তের কথা জানানো হয়েছিল। আর ৭ জনের মারা যাওয়ার কথা জানানো হয়। দেশের ৬০টি জেলায় আক্রান্ত পাওয়া গেছে। সাতক্ষীরা,নাটোর, রাঙামাটি ও খাগড়াছড়ি জেলা করোনা মুক্ত রয়েছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে রাজধানীর মহাখালিস্থ স্বাস্থ্য অধিদফতর থেকে দেশের করোনা পরিস্থিতি নিয়ে অনলাইন স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।
বুলেটিনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস শনাক্তে নমুনা সংগ্রহ করা হয় ৪ হাজার ৩০৯টি। এর মধ্য থেকে ৪ হাজার ৩৩২টি নমুনা পরীক্ষা করা হয়। এতে আরো ৫৪৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।
গত বছরের ৩১ ডিসেম্বর চীনের উহান শহরে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়।
দেশে প্রথম কোভিড-১৯ রোগী শনাক্ত হন ৮ মার্চ এবং এ রোগে আক্রান্ত প্রথম রোগীর মৃত্যু হয় ১৮ মার্চ। ভাইরাসটিতে বিশ্বজুড়ে এখন পর্যন্ত প্রায় দুই লাখ ৯ হাজার মানুষের মৃত্যু হয়েছে।