নিজেদের যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের, ‘নিহত ৪০’

নিজস্ব ডেস্ক প্রতিবেদক : ইরানের নৌবাহিনীর যুদ্ধজাহাজ থেকে দুর্ঘটনাক্রমে আরেক জাহাজে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। এতে ওই জাহাজ ডুবে গেছে এবং ‘অন্তত ৪০ জনের প্রাণহানি’ ঘটেছে। দেশটির স্থানীয় সংবাদমাধ্যমগুলো এই তথ্য জানিয়েছে। তবে ঠিক কত জন নিহত হয়েছেন তা নিশ্চিত করা যায়নি বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে বলা হয়েছে।

খবরে বলা হয়েছে, রবিবার ওমান উপসাগরে, তেহরান থেকে প্রায় ১২৭০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে জাস্ক বন্দরের কাছে নৌ মহড়ার সময় এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সাংবাদিকদের বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ফ্রিগেট জামারান একটি নতুন অ্যান্টি-শিপ ক্ষেপণাস্ত্র পরীক্ষা করছিল, এসময় তা কোনারাক জাহাজে আঘাত হানে।

এছাড়া বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এই দুর্ঘটনায় কয়েক ডজন নাবিক নিহত হয়েছে।

এদিকে টাইমস অফ ইসরাইলের প্রতিবেদনে বলা হয়েছে, এতে নিহতের সংখ্যা ৪০ জনের বেশি।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে ওই দুর্ঘটনায় আহত নাবিকদের হাসপাতালে নিয়ে যাওয়ার দৃশ্য দেখা গেছে।

তবে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম এই ঘটনাকে দুর্ঘটনা হিসেবে উল্লেখ করে জানিয়েছে, এতে একজন নাবিক নিহত হয়েছেন। আহত বেশ কয়েকজন। বিবিসি, টিআরটি ওয়ার্ল্ড, টাইমস অব ইসরায়েল।

Share