নিজস্ব বার্তা প্রতিবেদক : টিউশন ফি না দিলেও ঢাকার উত্তরার ইংলিশ মিডিয়াম ডিপিএসএস (দিল্লি পাবলিক) স্কুলের শিক্ষার্থীরা অনলাইন ক্লাসে অংশ নিতে পারবেন-হাইকোর্টের এ সংক্রান্ত আদেশ স্থগিত করেনি আপিল বিভাগের চেম্বার আদালত। আজ বুধবার ওই স্কুল কর্তৃপক্ষের করা আবেদনটি শুনানির জন্য আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়েছেন চেম্বার আদালতের বিচারপতি মো. নূরুজ্জামান। আগামী ১৬ আগস্ট এ স্থগিত আবেদনের ওপর শুনানি হবে।
আদালতে স্কুল কর্তৃপক্ষের পক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, রিটকারী পক্ষে অ্যাডভোকেট এএম আমিন উদ্দিন শুনানি করেন।
আইনজীবী আমিন উদ্দিন বলেন, হাইকোর্টের আদেশ স্থগিত হয়নি। আর ওই আদেশ সংশ্লিষ্ট স্কুলের শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য।
ডিপিএসএসটিএস (দিল্লি পাবলিক) স্কুলের টিউশন ফি ৫০ শতাংশ কমানোর দাবিতে শিক্ষা অধিদফতরের মহাপরিচালক (ডিজি) বরাবর আবেদন করেন স্কুলের এক শিক্ষার্থীর অভিভাবক মো. কামরুজ্জামান। কিন্তু ওই আবেদনের বিষয়ে কোনো সিদ্ধান্ত না পাওয়ায় হাইকোর্টে রিট করা হয়।
ওই রিটের প্রেক্ষিতে হাইকোর্ট গত ১৫ জুলাই ডিপিএসএসটিএস (দিল্লি পাবলিক) স্কুলের টিউশন ফি না দেয়া শিক্ষার্থীদেরকে অনলাইন ক্লাসে অংশগ্রহণের সুযোগ দিতে নির্দেশ দেয়।
পরে এই আদেশ স্থগিত চেয়ে আবেদন করে স্কুল কর্তৃপক্ষ।