অল্পের জন্য মুখোমুখি সংঘর্ষ থেকে রক্ষা পেল চট্টলা ও মহানগর এক্সপ্রেস

নিজস্ব বার্তা প্রতিবেদক : অল্পের জন্য মুখোমুখি সংঘর্ষ থেকে রক্ষা পেয়েছে চট্টলা এক্সপ্রেস ও ঢাকা-চট্টগ্রাম মহানগর এক্সপ্রেস ট্রেন। শনিবার বিকাল ৪টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ও কসবা উপজেলা মাঝামাঝি ইমামবাড়ি স্টেশনের অনতিদূরে এ ঘটনা ঘটে।

শনিবার বিকেল ৪টার দিকে ইমামবাড়ি স্টেশনে কাছে একই লাইনে ঢাকা-চট্টগ্রাম মহানগর এক্সপ্রেস ট্রেনটি ছিল। বিষয়টি জানতে পেরে চট্টলা এক্সপ্রেস ট্রেনের চালক হার্ড ব্রেক দেয়। ট্রেন থেমে গেলে যাত্রীরা ছুটাছুটি করতে থাকে। চট্টলা এক্সপ্রেস ট্রেনের চালকের কারণে বড় দুর্ঘটনা থেকে বেঁচে গেল যাত্রীরা।

পরে স্বাভাবিক পরিবেশ ফিরে আসলে চট্টলা ট্রেন গন্তব্য উদ্দেশ্য ছেড়ে যায়। এখানে সিগন্যাল বিভাগ ও স্টেশন মাস্টারের গাফলতি ছিল বলে যাত্রীরা অভিযোগ করেছেন।

এক যাত্রীর ফেসবুক পেজে উল্লেখ করেন, ‘চট্টলা এক্সপ্রেস ট্রেন আখাউড়া পার হয়ে ইমামবাড়ি স্টেশনে প্রবেশ করবে। অন্য দিকে একই লাইনে ছিল মহানগর এক্সপ্রেস। মুখোমুখি সংঘর্ষ হবার পথে। এ সময় লম্বা হর্ণ বাজিয়ে থেমে গেল ‘চট্টলা।’

Share