আজ চাঁদ ওঠার সম্ভাবনা কতটা

নয়াবার্তা প্রতিবেদক : সৌদি আরবে আজ শুক্রবার (২১ এপ্রিল) ঈদ হওয়ায় এ ধারণা একটু শক্তপোক্ত হয়েছে যে বাংলাদেশে আজ চাঁদ দেখা যেতে পারে। অনেকেই ভাবছেন, ইনশা আল্লাহ, কাল বাংলাদেশে ঈদ।

এর মধ্যে চাঁদ দেখতে পাওয়ার বিষয়ে আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইটে দেওয়া তথ্যের কথাও অনেকে বলছেন; যদিও এ নিয়ে ইসলামিক ফাউন্ডেশন থেকে একটি বিবৃতি দেয়া হয়েছে।

গত বৃহস্পতিবার ইসলামিক ফাউন্ডেশনের বিজ্ঞপ্তিতে বলা হয়, চাঁদ দেখা নিয়ে অগ্রিম, বিভ্রান্তিকর ও এখতিয়ারবহির্ভূত সংবাদ পরিবেশন থেকে যেন বিরত থাকা হয়। বিবৃতিতে আরও বলা হয়েছে, গত বুধবার কয়েকটি পত্রিকায় আবহাওয়া অধিদপ্তরের তথ্যের বরাতে ‘ঈদের চাঁদ দেখা যাবে শুক্রবার সন্ধ্যায়’ মর্মে নিশ্চিত করে সংবাদ পরিবেশিত হয়েছে। প্রতিবেদনে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ সাঈদ আহমেদ চৌধুরী স্বাক্ষরিত বিজ্ঞপ্তির বরাতে বলা হয়েছে যে ২১ এপ্রিল সন্ধ্যা ৬টা ২৫ থেকে ৭টা পর্যন্ত সময়ের মধ্যে আরবি শাওয়াল মাসের চাঁদ দেখা যাবে। সংবাদটি ইসলামিক ফাউন্ডেশন, ধর্মবিষয়ক মন্ত্রণালয়সহ জাতীয় চাঁদ দেখা কমিটির নজরে এসেছে।

বিবৃতিটিতে মনে করিয়ে দেওয়া হয়েছে, ‘হিজরি সালের চাঁদ দেখা এবং এ বিষয়ে সিদ্ধান্ত দেওয়ার জন্য জাতীয় চাঁদ দেখা কমিটি একমাত্র দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষ। আবহাওয়া অধিদপ্তরের পরিচালক জাতীয় চাঁদ দেখা কমিটির একজন সম্মানিত সদস্য। এ ছাড়া কমিটিতে মহাকাশ গবেষণাকেন্দ্রের পরিচালক, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা এবং দেশের বিজ্ঞ আলেম-ওলামারা সদস্য হিসেবে রয়েছেন। সারা দেশ থেকে জেলা প্রশাসকদের নেতৃত্বে গঠিত জেলা চাঁদ দেখা কমিটির কাছ থেকে প্রাপ্ত তথ্য বিচার-বিশ্লেষণ করে জাতীয় চাঁদ দেখা কমিটি সিদ্ধান্ত ঘোষণা করে থাকে। এ কমিটি রাষ্ট্রপতি কর্তৃক অনুমোদিত।’

আজ সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভা বসবে। সারা দেশ থেকে চাঁদ দেখা না–দেখার সংবাদের ওপর ভিত্তি করে জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপনের চূড়ান্ত তারিখ ঘোষণা করবেন।

এরপর আর কথা চলে না। তবে আবহাওয়া অধিদপ্তরের সাইটে কী আছে? ২১ এপ্রিল চাঁদের বয়স থাকবে কক্সবাজারে ১.৩৪৬৯ দিন, দিনাজপুরে ১.৩৬৯৬ দিন। এই ক্ষীণ চাঁদ উঠবে কক্সবাজারে সন্ধ্যা ৬টা ৩১ মিনিটের পর, আর দিনাজপুরে সন্ধ্যা ৬টা ৪৯ মিনিটের পর। এটা দেখা যাবে কি না, তা অনেক শর্তের ওপর নির্ভর করবে। আকাশ মেঘমুক্ত থাকতে হবে। চাঁদ থাকবে ১২ ডিগ্রি অল্টিচুডে। বেশ নিচুতে, দিগন্ত ঘেঁষে। https://live3.bmd.gov.bd/p/Moon-Coordinates

কাজেই আজ চাঁদ দেখা যাবে—এটা আমরা আশা করতে পারি; কিন্তু এটা আমরা বলে দিতে পারি না। তা বলার এখতিয়ার আমাদের নেই। তার চেয়ে ভালো সন্ধ্যা পৌনে সাতটার পর চাঁদ দেখা কমিটির বৈঠকের সময় পর্যন্ত অপেক্ষা করা। জাতীয় চাঁদ দেখা কমিটি কী বলে, তার জন্য অপেক্ষা করা। আর এর মধ্যে যদি চাঁদ উঠেই যায়, আমরা দেখেই ফেলি, তাহলে তো হলোই।

রোজা ২৯টি হলেও ঈদ মানে আনন্দ। ৩০টি হলেও ঈদ মানে আনন্দ। রোজা ৩০টি হলে অনেক ধর্মপ্রাণ মানুষ খুশি হন যে আরও একটা দিন সিয়াম সাধনা করার সুযোগ আল্লাহ তাআলা দান করলেন।

সবাইকে ঈদ মোবারক। বিশ্বের বহু দেশে আজ ঈদ উদ্‌যাপিত হচ্ছে। যে যেখানে আছেন, ভালো থাকুন। ঈদ সবার জীবনে আনন্দ, কল্যাণ ও শান্তি বয়ে আনুক।

Share