আফগানিস্তানে টেলিভিশন পর্দায় ফিরল নারীরা

নিজস্ব ডেস্ক প্রতিবেদক : আফগানিস্তানের বড় টেলিভিশন চ্যানেল তোলোনিউজের পর্দায় উপস্থাপনায় ফিরে এসেছেন নারীরা। বিবিসির খবরে এ তথ্য জানানো হয়।

গত রোববার তালেবান ক্রমান্বয়ে রাজধানী কাবুল দখল করে নিতে শুরু করলে দেশটির বড় বড় সব নিউজ চ্যানেলে নারী কর্মীদের উপস্থিতি নাই হয়ে গিয়েছিল।

এমন কী অনলাইনে ছড়িয়ে পড়া আফগানিস্তানের জাতীয় টেলিভিশন চ্যানেলের একটি ছবিতে এক পুরুষ উপস্থাপককে তালেবান পতাকার সামনে বসে উপস্থাপনা করতেও দেখা যায়।

এমন পরিস্থিতির মধ্যেই সোমবার তোলোনিউজের সংবাদ প্রধান মিরাকা পোপাল টুইটারে একটি ছবি পোস্ট করেন। সেখানে দেখা যায়, লাইভ অনুষ্ঠানে তাঁদের একজন নারী সঞ্চালক তালেবানের গণমাধ্যম শাখার এক সদস্যের সাক্ষাৎকার নিচ্ছেন।

মিরাকা পোপালের পোস্ট করা আরেক ছবিতে হিজাব পরা এক নারীকে বার্তাকক্ষের সকালের বৈঠকে অংশ নিতে দেখা যায়।

দেশটিতে এখন বেশির ভাগ নারীরই আশঙ্কা, তালেবান দেশে আবার শরিয়া আইন চালু করে তা মানাতে কঠোরতার পথ বেছে নেবে। তাদের ১৯৯৬–২০০১ মেয়াদের শাসনামলে নারীরা কাজে যেতে পারতেন না। শাস্তি হিসেবে পাথর নিক্ষেপ, বেত্রাঘাত ও ফাঁসিতে ঝুলিয়ে হত্যা চালু করেছিল তারা।

Share