আবরার হত্যা মামলার আসামি নাজমুস সাদাত দিনাজপুরে গ্রেফতার

নিজস্ব জেলা প্রতিবেদক : বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)র শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি নাজমুস সাদাতকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার ভোরে জেলার বিরামপুর কাটলা সীমান্ত থেকে বিরামপুর থানা পুলিশের সহযোগিতায় ঢাকার গোয়েন্দা পুলিশ (ডিবি) সদস্যরা তাকে গ্রেফতার করে। সাদাত দিনাজপুরের বিরামপুর সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলো।

আটক নাজমুস সাদাত জয়পুরহাট জেলার কালাই থানার উত্তরপাড়া এলাকার হাফিজুল ইসলামের ছেলে ও বুয়েটের যন্ত্র কৌশল বিভাগের ১৭ বর্ষের ছাত্র।

বিরামপুর থানা সূত্রে জানা যায়, বিরামপুরের কাটলা সীমান্ত এলাকার রফিকুল ইসলামের বাড়িতে অবস্থান করছিলো নাজমুস সাদাত। বিষয়টি ঢাকার গোয়েন্দা পুলিশ (ডিবি) খবর পেয়ে বিরামপুর থানা পুলিশের সহযোগিতায় ওই এলাকায় অভিযান চালায়। মঙ্গলবার ভোররাতে তাকে গ্রেফতার করে পুলিশ।

সকালেই সাদাতকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেয় ডিবি পুলিশের সদস্যরা। বিষয়টি নিশ্চিত করে বিরামপুর থানার পরিদর্শক (ওসি) মনিরুজ্জামান জানান, আটকের পর আসামিকে ঢাকায় নিয়ে গেছে ডিবি পুলিশের সদস্যরা। এ ব্যাপারে রফিকুল ইসলামকে এখনও কোন জিজ্ঞাসাবাদ করা হয়নি।

Share