‘আরাভের সঙ্গে পুলিশের সাবেক কর্মকর্তার সম্পর্কের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে’

নয়াবার্তা প্রতিবেদক : দুবাইয়ের আলোচিত স্বর্ণ ব্যবসায়ী রবিউল ইসলাম ওরফে আরাভ খানের সঙ্গে পুলিশের সাবেক এক ঊর্ধ্বতন কর্মকর্তার সম্পর্কের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

আজ সোমবার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার এনায়েতবাজার পুলিশ ফাঁড়ি উদ্বোধনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আরাভ খানের সঙ্গে পুলিশের সাবেক এক ঊর্ধ্বতন কর্মকর্তার সম্পর্কের বিষয়ে জানতে চাইলে আইজিপি বলেন, ‘পুলিশের ঊর্ধ্বতন এক কর্মকর্তার সঙ্গে তার সম্পর্কের বিষয়টি আমরা খতিয়ে দেখছি। বিষয়টি আমাদের নজরে এসেছে। উপযুক্ত সময়ে আমরা তা আপনাদের জানাব।’

পুলিশপ্রধান আরও বলেন, ‘আরাভের বিভিন্ন তথ্য সংগ্রহে ইন্টারপোলসহ বিভিন্ন জায়গায় যোগাযোগ শুরু করেছি। পুলিশ হত্যা মামলায় যে নামে অভিযোগপত্র হয়েছে, সে নামে রেড নোটিশ জারির জন্য ইন্টারপোলকে চিঠি পাঠানো হয়েছে। খবর এসেছে, ইন্টারপোল এটি গ্রহণ করেছে।’

Share