নয়াবার্তা ডেস্ক : ব্রাজিলের সবথেকে বিখ্যাত ভাস্কর্য ‘ত্রাণকর্তা যিশুখ্রিস্ট’ স্ট্যাচুটি। দেশটির রিও ডি জেনেরিও অবস্থিত প্রায় ১০০ ফুট উচ্চতার এই মূর্তিটি দেখলেই বিশ্বের যে কেউ বুঝে যাবেন এটা ব্রাজিল। আর সেই মূর্তিতেই যেন অলৌকিক কাণ্ড। শুক্রবার সেই মূর্তির উপর বজ্রের ঝলকানির ছবি ক্যামেরাবন্দি হয়েছে। আর তা নিয়ে নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে তুমুল আলোচনা। ফেসবুক ও টুইটার উভয় প্ল্যাটফর্মেই ভাইরাল এই ছবি। প্রশংসায় ভাসছেন ফটোগ্রাফারও।
এনডিটিভি জানিয়েছে, ওই ছবি তুলেছেন ফটোগ্রাফার ফার্নান্দো ব্রাগা। তিনি ইনস্টাগ্রামে সেই ছবি শেয়ার করেছেন। সেই ছবির নাম তিনি দিয়েছেন ডিভাইন লাইটনিং। নিকন ডি-৮০০ ক্যামেরায় তোলা হয়েছে এই ছবি।
ছবিতে দেখা যায়, আকাশ ফুঁড়ে বেড়িয়ে এসেছে বিদ্যুতের ঝলকানি আর তা গিয়ে পড়েছে যিশুর মাথায়। যেনো গোটা ভাস্কর্যটি জীবন্ত হয়ে উঠেছে।
অসাধারণ সেই ছবিটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় মানুষের আগ্রহ এখন তুঙ্গে। কেউ কেউ বলছেন, এই ছবি যেন চোখের সামনে ঈশ্বর দর্শনের সমান। একজন লিখেছেন, রসিকতা দূরে রেখে বলছি সঠিক সময়ে ক্যামেরার সাটার টিপতে জানলে কী হতে পারে সেটা এই ছবি প্রমাণ করেছে। প্রশংসায় ফটোগ্রাফারকে ভরিয়ে দিচ্ছেন নেটনাগরিকরা।
প্রসঙ্গত এই যীশুখ্রীষ্টের মূর্তিটি বিশ্বের মধ্যে সবচেয়ে লম্বা যীশু খ্রীষ্টের মূর্তি। প্রায় ২০০০ ফুট উচ্চতায় বসানো রয়েছে এই মূর্তি। কর্কোভাডো পাহাড়ের উপর তৈরি হয়েছে এই মূর্তি। এই মূর্তিটি সপ্তম আশ্চর্যের মধ্য়ে অন্যতম। ৭০০ টন কংক্রিট দিয়ে তৈরি হয়েছে ওই মূর্তি। সেই মূর্তির উপরেই বিদ্যুতের ঝলকানি। সেই ছবিই ক্যামেরাবন্দি করেছেন তিনি। আর সেই ছবি দেখেই হতবাক নেট দুনিয়া।