করোনাভাইরাস পরীক্ষার ফি কমল

নিজস্ব বার্তা প্রতিবেদক : দেশে করোনাভাইরাস পরীক্ষার ফি কমানো হয়েছে। বুধবার সচিবালয়ে এক সভা শেষে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ তথ্য জানান।

তিনি জানান, সরকারিভাবে করোনাভাইরাসের নমুনা পরীক্ষার ফি ২০০ টাকা থেকে কমিয়ে ১০০ টাকা এবং বাড়িতে গিয়ে নমুনা সংগ্রহ করে পরীক্ষার ফি ৫০০ টাকা থেকে কমিয়ে ৩০০ টাকা করা হয়েছে।

ফির কারণে নমুনা পরীক্ষায় মানুষের আগ্রহ কমেছে- স্বীকার করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, অনেক দরিদ্র মানুষ সরকারের নির্ধারিত ফি দিয়ে পরীক্ষা করাতে পারছে না। এ বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপ হয়েছে। তিনি কেন্দ্রে গিয়ে করোনাভাইরাস পরীক্ষার ফি ২০০ টাকা থেকে কমিয়ে ১০০ টাকা এবং বাড়িতে গিয়ে নমুনা সংগ্রহ করে পরীক্ষার ফি ৫০০ টাকা থেকে কমিয়ে ৩০০ টাকা করার কথা বলেছেন।

তিনি বলেন, এটা দ্রুত কার্যকর হবে। দুই-তিনদিনের মধ্যেই সার্কুলার জারি হবে।

দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরুর পর এই ভাইরাসের সংক্রমণ শনাক্তে দেশে বিনামূল্যেই পরীক্ষার ব্যবস্থা করেছিল সরকার। তবে গত ২৯ জুন করোনা শনাক্তকরণ পরীক্ষায় ফি নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করা হয়।

Share