
এএসআই কামরুজ্জামান জানান, বুধবার দুপুরে কুড়িগ্রাম সদর থানাধীন হাটিরপাড় এলাকায় নিজের বাসায় বসে রিভলবার পরিষ্কার করছিলেন সেলিম। হঠাৎ তার ঘরে পিস্তলের গুলির শব্দ পাওয়া যায়। এসময় কক্ষে শুধু তিনিই ছিলেন। বাসায় স্ত্রী, মা ও বাবা ছিলেন। এসআই সেলিম কুড়িগ্রাম সদর থানা পুলিশের সদর ফাঁড়িতে কর্মরত ছিলেন। তিনি ২০০৭ সালে এএসআই হিসেবে চাকরিতে যোগ দিয়েছিলেন।
কুড়িগ্রামের পুলিশ সুপার মুহিবুল ইসলাম খান জানান, ঘটনা জানার জন্য এরই মধ্যে তদন্ত শুরু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়েছে।
