তালেবানের কাছে ক্ষমতা হস্তান্তরে ৩ সদস্যের কাউন্সিল গঠিত

নিজস্ব ডেস্ক প্রতিবেদক : সাবেক আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই জানিয়েছেন, তালেবানের কাছে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়ায় তিনি যুক্ত হয়েছেন। শান্তিপূর্ণ হস্তান্তরের জন্য গঠিত তিন সদস্যের একটি কাউন্সিলের অংশ হয়েছেন কারজাই। সোমবার (১৬ আগস্ট) এসব জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, কাউন্সিলের অন্য দুই সদস্য হলেন হিজব-ই-ইসলামি দলের নেতা গুলবুদ্দিন হেকমতইয়ার এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ আবদুল্লাহ। বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে কারজাই বলেছেন, কাউন্সিল তালেবান নেতৃত্বের সাথে যোগাযোগ করেছে এবং তাদের সাথে সমন্বয় করবে।

তিনি আরো বলেন, তালেবানরা আমাকে বলেছে, তারা শহরের নিরাপত্তার দিকে নজর দেওয়ার জন্য লোক নিয়োগ করেছে। আশরাফ গণি তার কাজ ত্যাগ করে চলে গেছেন। তালেবানরা এখন আধিপত্য বিস্তার করেছে। আমি আশা করি এই আধিপত্য শক্তিশালী এবং আফগান জাতির কল্যাণের জন্যই।

Share