দেশে করোনায় আরও ২৩ মৃত্যু, শনাক্ত ১৩০৮

নিজস্ব বার্তা প্রতিবেদক : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ২৩ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া নতুন করে আরও ১ হাজার ৩০৮ জনের দেহে এই ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর থেকে রোববার পাঠানো করোনা সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশের সরকারি ও বেসরকারি ল্যাবগুলোতে মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১১ হাজার ১০৩টি। এসব নমুন পরীক্ষায় ১ হাজার ৩০৮ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। এতে মোট আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৩ লাখ ৯৮ হাজার ৮১৫ জনে।

করোনায় গত ২৪ ঘণ্টায় দেশে আরও ২৩ জনের মৃত্যু হয়েছে উল্লেখ করে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৮০৩ জনে।

গত ২৪ ঘণ্টায় আরও ১ হাজার ৫৪৪ জন করোনা থেকে সেড়ে উঠেছেন উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা ৩ লাখ ১৫ হাজার ১০৭ জনে পৌঁছেছে।

গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্তের পর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যু হয়।

Share