দৌলতদিয়া ঘাটে গাড়ির জন্য ফেরির অপেক্ষা

গোয়ালন্দ প্রতিনিধি : দৌলতদিয়া ঘাটে গাড়ির জন্য অপেক্ষা করছে ফেরি।পদ্মা সেতু উদ্বোধনের পর রোববার থেকে যান চলাচল শুরু হয়েছে। ফলে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে নেই যানবাহনের চাপ। দৌলতদিয়া ঘাট প্রথম দিনেই হারিয়েছে তার চিরচেনা রূপ। স্বস্তিতে পারাপার হচ্ছে সব ধরনের যানবাহন।

সরেজমিনে ঘুরে দেখা যায়, দৌলতদিয়া ঘাটের কোথায়ও যানবাহনের সারি নেই। প্রতিটি ঘাট রয়েছে ফাঁকা। তবে মাঝে মধ্য দু-একটি করে পরিবহন ও দু-একটি কাভার্ড ভ্যান-ট্রাক ফেরিতে উঠছে। এক একটি ফেরিঘাটে ৪০ থেকে ৫০ মিনিট অপেক্ষা করে যানবাহন নিয়ে পাটুরিয়া ঘাটের উদ্দেশে ছেড়ে যাচ্ছে। এখন আর ফেরি জন্য মহাসড়কে অপেক্ষা করতে হচ্ছে না। যানবাহনগুলো ঘাটে এসেই সরাসরি ফেরিতে উঠে যাচ্ছে।

কার্ভাড ভ্যানচালক আবুল হোসেন মিয়া বলেন, সেতু উদ্বোধন হওয়াতে দৌলতদিয়া ঘাট ফাঁকা। আজ কোনো যানবাহনের ভিড় নেই। কুষ্টিয়া থেকে সরাসরি দৌলতদিয়া ঘাটে এসে ফেরিতে উঠে গেলাম। যা আগে কখনো সম্ভব ছিল না।

কেরামত আলীর ফেরির লস্কর মো. শুকুর আলী বলেন, এপার-ওপারে কোথাও গাড়ির চাপ নেই, দুই পাড়েই ফাঁকা। যেখানে একটি ফেরি লোড হতে সময় লাগতো ১৫ থেকে ২০ মিনিট। আজ একটি ফেরি লোড হতে সময় লাগছে ৪০ থেকে ৫০ মিনিট। এ কারণে ঘাটে গাড়ি খুবই কম। গাড়ির জন্য প্রতিটি ফেরির অপেক্ষায় থাকতে হচ্ছে।

ফেরি ঘাটে টিকিট বিক্রিতা আব্দুর রাজ্জাক বলেন, ঘাটে তেমন কোনো পরিবহন নেই। শুধু দু-একটি ট্রাক ও ছোট গাড়ি ফেরিতে পারাপার হচ্ছে। এক একটি ফেরি লোড হতে প্রায় ১ ঘণ্টা করে সময় লেগে যাচ্ছে।

বিআইডব্লিউটিসি আরিচা অঞ্চলের ডিজিএম শাহ মো. খালেদ নেওয়াজ বলেন, স্বপ্নের পদ্মা সেতু চালু হওয়ায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে যানবাহন পারাপার কিছুটা কমলেও কোনো ধরনের দুর্ভোগ ছাড়া যানবাহনগুলো পার করতে পারছি। এখন এখান থেকে রাজস্ব কিছুটা কম আদায় হবে। তবে দু-এক মাস পরে গাড়ির সংখ্যা বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

Share