ক্রীড়া প্রতিবেদক : নিউজিল্যান্ডের বিরুদ্ধে মাত্র ১৩ রানে শেষ ৪ উইকেট হারানোর কারণে বড় লিডের সুযোগ হারালো টাইগাররা।টেইলএন্ডারদের চরম ব্যর্থতায় এই সুযোগ হারিয়েছে বাংলাদেশ। ৬ উইকেটে ৪৪৫ রান করা বাংলাদেশ ১৭৬.২ ওভারে ৪৫৮ রানেই অলআউট হয়। তবে নিউজিল্যান্ডের দ্বিতীয় ইনিংসের শুরুতে সাফল্য পেয়েছে তাসকিন আহমেদ। তাসকিন ১ উইকেট তুলে নিয়ে নিউজিল্যান্ডকে চাপে ফেলেছে।
বে ওভালে দিনের প্রথম সেশনে নিউজিল্যান্ডকে ৩২৮ রানেই অলআউট করে বাংলাদেশ। দলের পক্ষে সর্বোচ্চ ১২২ রান করেছেন ডেভন কনওয়ে। দ্বিতীয় সর্বোচ্চ ৭৫ রান করেছেন হেনরি নিকোলস।
প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে দুই উইকেটে ১৭৫ রানে দিন শেষ করে বাংলাদেশ। সোমবার ১৫৩ রানে পিছিয়ে থেকে তৃতীয় দিন শুরু করে সফরকারীরা। দিনশেষে ৬ উইকেটে ৪০১ রান তোলে মুমিনুলরা।আজ চতুর্থ দিনে ৪৫৮ রানেই অলআউট হয়।
দ্বিতীয় ইনিংসে নিউজিল্যান্ড এই রিপোর্ট লেখাবধি ১৩ ওভারে ১ উইকেটে ৩৫ রান করেছে।