
এই সংস্থার শাখা ব্যবস্থাপক লুৎফুর রহমান ও সোনাগাজী শাখার সিনিয়র প্রোগ্রাম অর্গানাইজার কাজী মো. ইয়াদ আলী জানান, সংস্থা পরিচালনা পর্ষদ তাদের প্রধান কার্যালয় জরুরী এক সভায় নুসরাতে মা শিরিনা আক্তারের সুদে আসলে ৫ লাখ টাকার ঋণ মওকুফের সিদ্ধান্ত নিয়েছে।
শিরিনা আক্তারের ৪ লাখ আসল টাকা এবং এক লাখ ১২ হাজার ৫শ টাকা সুদসহ মোট ৫ লাখ ১২ হাজার ৪শ টাকা মওকুফ করা হয়।
এ ব্যাপারে ব্যুরো অব বাংলাদেশের শাখা ব্যবস্থাপক নুসরাতের বাড়িতে গিয়ে তার মা শিরিনা আক্তারের হাতে ব্যুরোর সিদ্ধান্ত এবং ঋণ মওকুফের কাগজপত্র তুলে দেন।
