পদ্মা সেতুতে যান চলাচল শুরু, চালুর আগেই ৬-৭ কিলোমিটার যানজট

নয়াবার্তা প্রতিবেদক : দীর্ঘ প্রতিক্ষা শেষে পদ্মা সেতুতে যান চলাচল শুরু হয়েছে। আজ রোববার (২৬ জুন) সকাল ছয়টায় মাওয়া ও জাজিরা দুই প্রান্ত থেকেই যান চলাচল শুরু হয়।

সবার আগে পদ্মা পার হতে এসেছেন কেউ কেউ। কেউ আসছেন জরুরি কাজে। এতে পদ্মা সেতুতে ওঠার আগে দেখা গেছে প্রায় ৬-৭ কিলোমিটারের যানজট। দাঁড়িয়ে আছে সারি সারি ট্রাক, কাভার্ড ভ্যানসহ অন্যান্য গাড়ি। রোববার (২৬ জুন) ভোরে যান চলাচল শুরুর আগে এমন দৃশ্যই দেখা গেছে।

পদ্মা সেতুকে এক নজর দেখতে মাওয়া প্রান্তে ছুটে এসেছেন অনেকেই। অনেকেই অপেক্ষায় ছিলেন সারা রাত। উপলক্ষ প্রথম যাত্রী হিসেবে পদ্মাসেতু পার হওয়া। গভীর রাত থেকেই তাই মাওয়া প্রান্তে গাড়ির দীর্ঘ সারি দেখা যায়। সকলের কণ্ঠেই পদ্মাজয়ের উচ্ছ্বাস।

ঢাকার মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভার থেকে নেমেই পদ্মাসেতু সংযোগ সড়ক। কোনো প্রকার প্রতিবন্ধকতা ছাড়াই মাত্র ৩০ থেকে ৩৫ মিনিটেই পৌঁছে যাওয়া যায় মাওয়া প্রান্তের টোল প্লাজায়। এ যেন এক অপ্রতিরোধ্য গতিতে ছুটে যাওয়া নতুন বাংলাদেশের গল্প।

প্রধানমন্ত্রী উদ্বোধন করেছেন শনিবার দুপুরেই। কিন্তু যাত্রীবাহী গাড়ি পারাপার শুরু হবে রোববার ভোর ৬টায়। কিন্তু এই অপেক্ষাও যেন অসহ্য পদ্মাসেতুতে ওঠার উচ্ছ্বাসের কাছে।

শুধু উৎসুক মানুষই নয়, অনেকেই যাবেন নিজ নিজ গ্রামের বাড়ি। পদ্মা সেতুতে গাড়ি চলাচলের প্রথম সারিতেই থাকতে চান সবাই। তাই তো মধ্যরাতেই মাওয়া টোল প্লাজার আগে কয়েক কিলোমিটার পর্যন্ত অপেক্ষমান গাড়ির সারি।

উৎসাহী মানুষের চাপ সামলাতে ক্লান্ত পুলিশ সদস্যরা। এ যেন এক মধুর সমস্যা। কেননা স্বপ্নের পদ্মা সেতু বাস্তবে রূপ নেয়ার আবেগটা যে তাদেরকেও ছুঁয়ে গেছে। সবার প্রত্যাশা এই পদ্মা সেতুর ওপর ভর করেই ওপারের ২১ জেলায় হবে অভাবনীয় অগ্রগতি।

মাওয়া প্রান্তে গাড়ি চলাচলের আগে থেকেই টোল প্লাজার সামনে ছিল গাড়ির বিশাল চাপ। মাধ্যরাত থেকেই এসব গাড়ি অপেক্ষমান। পণ্যবাহী ট্রাক ছাড়াও আছে ব্যক্তিগত প্রাইভেটকার, মোটরসাইকেল। ট্রাক ছাড়া যাদের বেশিরভাগই এসেছেন ঘুরতে। পুরো পরিস্থিতি সামাল দিচ্ছে পুলিশ। টোল প্লাজা থেকে ছোটার পর মানুষের মধ্যে দেখা গেছে অন্যরকম উচ্ছ্বাস।

ওদিকে জাজিরা প্রান্তেও যানবাহনের সারিও দীর্ঘ রয়েছে। এখানেও ব্যক্তিগত গাড়ির পাশাপাশি আছে পণ্যবাহী ট্রাক। এই প্রান্তে দেখা গেছে রোগী বহনকারী অ্যাম্বুলেন্সও।

মাওয়া প্রান্তে ছয়টি কাউন্টার চলছে। অর্থাৎ ছয়টি লেন দিয়ে গাড়ি চলছে। একটি ভিআইপি কাউন্টার আছে। ছয়টি কাউন্টারই ম্যানুয়ালি চলছে। যেগুলোকে অটো করতে কিছুটা সময় লাগতে পারে। ওদিকে জাজিরা প্রান্তে সাতটি টোল কাউন্টার রয়েছে।

গতকাল দুপুরে পদ্মা সেতুর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে ওইদিন উন্মুক্ত গাড়ি চলাচলের সুযোগ দেয়া হয়নি।

Share