পরীক্ষায় ভুল ডোজ, জটিলতায় অক্সফোর্ডের টিকা

নিজস্ব ডেস্ক প্রতিবেদক : অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের করোনাভাইরাসের টিকার উৎপাদনে ত্রুটির কথা আগেই স্বীকার করেছিল প্রস্তুতকারক সংস্থা অ্যাস্ট্রাজেনেকা। টিকার তৃতীয় পর্যায়ের ক্লিনিক্যাল পরীক্ষায় দুটি ডোজ প্রয়োগের পদ্ধতিতে ভুল হওয়ায় এর কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে। এর ফলে ইউরোপ ও আমেরিকায় শিগগিরই অক্সফোর্ড টিকা অনুমোদন পাবে কিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছে।

স্বেচ্ছাসেবকদের একাংশকে একটি ডোজ দেওয়ার পর আরেকটি পূর্ণাঙ্গ ডোজ না দিয়ে ভুল করে অর্ধেক ডোজ দেওয়ার পর টিকার সাফল্যের হার ৯০ শতাংশ পর্যন্ত পাওয়া গেছে। এ তথ্য সামনে আসায় টিকাটির সত্যিকারের সক্ষমতা ও কার্যকারিতা নিয়ে অনেক বিজ্ঞানীই প্রশ্ন তুলেছেন।

সোমবার যুক্তরাজ্যভিত্তিক ওষুধনির্মাতা অ্যাস্ট্রাজেনেকা এক ঘোষণায় অক্সফোর্ডের সঙ্গে যৌথভাবে বানানো তাদের পরীক্ষামূলক কভিড-১৯ টিকার ব্রাজিল ও যুক্তরাজ্যে চূড়ান্ত পর্যায়ের পরীক্ষায় ৬২ থেকে ৯০ শতাংশ সফলতার কথা জানায়। এর মধ্যে বেশিরভাগ স্বেচ্ছাসেবককে দুটি পূর্ণাঙ্গ ডোজ দেওয়া হয়েছিল। তাদের ক্ষেত্রে টিকাটির সাফল্য ৬২ শতাংশ। আর যে খুব ছোট অংশকে ভুল করে দেড় ডোজ দেওয়া হয়েছিল, তাদের ক্ষেত্রে সাফল্যের হার পাওয়া যায় চোখ ধাঁধানো ৯০ শতাংশ।

এই ফলাফল নিয়েই উঠেছে প্রশ্ন। বলা হচ্ছে, যেখানে দুটি পূর্ণাঙ্গ ডোজ দিচ্ছে ৬২ শতাংশ সফলতা, সেখানে ভুল করে যাদের দেড় ডোজ দেওয়া হলো, তাদের সাফল্য কীভাবে ৯০ শতাংশ হয়? ভুল করে যে অর্ধেক ডোজ দেওয়া হয়েছিল, তা কেন শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে পূর্ণাঙ্গ ডোজের চেয়েও বেশি বাড়িয়ে দেয়? গবেষকরা এজন্য এখন অক্সফোর্ডের টিকার চূড়ান্ত পর্যায়ের পরীক্ষার সম্পূর্ণ তথ্যের জন্য অপেক্ষা করছেন। বিভ্রান্তি এড়াতে অ্যাস্ট্রাজেনেকাও নতুন পরীক্ষার চিন্তাভাবনা করছে।

তবে এই টিকা তৈরির ভারতীয় সহযোগী সংস্থা সিরাম ইনস্টিটিউট দাবি করেছে, এই টিকা নিরাপদ এবং কার্যকর। সংস্থাটি বলেছে, এই টিকা ন্যুনতম ৬০ থেকে ৭০ শতাংশ কাজ করে। অ্যাস্ট্রাজেনেকার পক্ষ থেকে নানা বয়সের মানুষের মধ্যে এই টিকা পরীক্ষা করা হয়েছে। সেই পরীক্ষার ফল থেকে আতঙ্কিত হওয়ার কিছু নেই। বাংলাদেশ সিরাম থেকে টিকা কেনার চুক্তি করেছে। ফেব্রুয়ারিতেই টিকা পাওয়ার আশা করছে বাংলাদেশ সরকার।

ভারতে স্পুটনিক টিকা উৎপাদনে রাজি রাশিয়া : ভারতে করোনাভাইরাসের ‘স্পুটনিক-৫’ টিকা উৎপাদনে রাজি হয়েছে রাশিয়া। রাশিয়ার উদ্ভাবিত ‘স্পুটনিক-৫’ টিকার অফিসিয়াল টুইটারে এ বিষয়ে শুক্রবার একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, রাশিয়ান ডাইরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ড (আরডিআইএফ) ও ভারতের ওষুধ কোম্পানি হেটেরো ২০২১ সালের শুরুর দিকে ভারতে ‘স্পুটনিক-৫’ টিকা উৎপাদনের পরিকল্পনা নিয়েছে। তারা ভারতে বছরে ১০ কোটি ডোজের বেশি করোনার টিকা উৎপাদনে সম্মত হয়েছে। এ টিকা উৎপাদনের পর তা বিশ্ববাজারে সরবরাহ করবে আরডিআইএফ ও হেটেরো। এই লক্ষ্যে তারা কাজ করছে।

গত আগস্টে রাশিয়া প্রথম স্পুটনিক-৫ টিকার অনুমোদন দেয়। এটি রাষ্ট্রীয় অনুমোদন পাওয়া প্রথম করোনার টিকা। অক্টোবরের মাঝামাঝি রাশিয়া করোনার দ্বিতীয় টিকার অনুমোদন দেয়। দেশটি তৃতীয় টিকারও শিগগিরই নিবন্ধন দেবে বলে জানিয়েছে। রাশিয়ার দাবি, তাদের উদ্ভাবিত ‘স্পুটনিক-৫’ টিকাটি ৯৫ শতাংশ কার্যকর। দেশটি বলছে, অন্য দেশের উদ্ভাবিত করোনার টিকার চেয়ে তাদের টিকার দাম অনেক কম পড়বে। তবে পরীক্ষার সব ধাপ শেষ না করেই অনুমোদন দেওয়ায় রাশিয়ার করোনার টিকা নিয়ে পশ্চিমা গবেষকদের মধ্যে সন্দেহ আছে। সূত্র : বিবিসি, দ্য গার্ডিয়ান ও এনডিটিভি।

Share