বনানীতে চিরনিদ্রায় শায়িত আলী যাকের

নিজস্ব বার্তা প্রতিবেদক : প্রখ্যাত নাট্য ব্যক্তিত্ব আলী যাকেরের দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার বাদ আসর বনানী কবরস্থান মসজিদে জানাজা শেষে তার দাফন সম্পন্ন হয়েছে।আলী যাকেরের পরিবারের পক্ষ থেকেই বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

শুক্রবার ভোর ৬টা ৪০ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আলী যাকের। বেলা ১১ টায় শেষ শ্রদ্ধা জানাতে তার মরদেহ নিয়ে যাওয়া হয় মুক্তিযুদ্ধ জাদুঘর প্রাঙ্গনে। এখানে আলী যাকেরকে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত হন দেশের শিল্প-সংস্কৃতি ও নাট্যাঙ্গনের বিশিষ্টজনরা। এ সময় বিউগলের করুণ সুরে জানান শেষ শ্রদ্ধা। বেলা আড়াইটা পর্যন্ত চলে শ্রদ্ধা নিবেদন।

শ্রদ্ধা জানানো শেষে বনানী কবরস্থানে নেওয়া হয় মরদেহ। সেখানে কবরস্থান মসজিদে জানাজা শেষে দাফন করা হয় তাকে।

গত চার বছর ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন আলী যাকের। গত ১৫ নভেম্বর তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তির পর সিসিইউতে চিকিৎসাধীন ছিলেন। শুক্রবার ভোর ৬টা ৪০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তার বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি নাট্যজন স্ত্রী সারা যাকের, ছেলে নাট্যাভিনেতা ইরেশ যাকের, মেয়ে রেডিও উপস্থাপক শ্রিয়া সর্বজায়াসহ অসংখ্য ভক্ত ও অনুরাগী রেখে গেছেন

বরেণ্য এই অভিনেতার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Share