পুতিনের প্রতিপক্ষ নেতা নাভালনিকে বিষ প্রয়োগের অভিযোগ

নিজস্ব ডেস্ক প্রতিবেদক : বিমানযাত্রার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন রাশিয়ার বিরোধী নেতা অ্যালেক্সেই নাভালনি। বিমানটি ওমস্ক শহরে জরুরি অবতরণ করে। অভিযোগ উঠেছে, তাকে বিষ প্রয়োগ করা হয়েছে।

অ্যালেক্সেই নাভালনিনের মুখপাত্র কিরা ইয়ারমিশ এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, তাদের সন্দেহ নাভালনির চায়ে কিছু মিশিয়ে দেয়া হয়েছিল। হাসপাতাল সূত্র জানিয়েছে তার অবস্থা স্থিতিশীল তবে সঙ্কটজনক।

৪৪ বছর বয়স্ক নাভালনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কড়া সমালোচক। জুন মাসে সাংবিধানিক সংস্কারের ভোটকে তিনি একটা অভ্যুত্থান বলে বর্ণনা করেছিলেন। তিনি বলেছিলেন ওই সংস্কার সংবিধানের লংঘন। ওই সংস্কারের ফলে পুতিন আরও দুই মেয়াদ ক্ষমতায় থাকতে পারবেন।

নাভালনি ২০১১ সালে যে দুর্নীতি বিরোধী ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছিলেন কিরা ইয়ারমিশ তার তথ্য সচিব। তিনি এক টুইট বার্তায় বলেন, বৃহস্পতিবার সকালে নাভালনি টোমস্ক শহর থেকে মস্কোয় ফিরছিলেন। ফ্লাইটে তিনি অসুস্থ হয়ে পড়েন। বিমানটিকে ওমস্ক শহরে জরুরি অবতরণ করতে হয়। অ্যালেস্কেই-কে বিষ খাওয়ানো হয়েছে।

তিনি আরও বলেন, আমাদের সন্দেহ তার চায়ের সাথে কোনরকম বিষ মিশিয়ে দেয়া হয়েছিল। তিনি সকাল থেকে ওই চা ছাড়া আর কিছু খাননি। চিকিৎসকরা বলছেন বিষাক্ত পদার্থ গরম পানীয়ের মাধ্যমে শরীরে দ্রুত ছড়িয়ে পড়তে পারে। তিনি এখন হাসপাতালে অচেতন।

ইয়ারমিশ পরে টু্‌ইট করে জানিয়েছেন, নাভালনিকে ভেন্টিলেটারে রাখা হয়েছে এবং তিনি কোমায় আছন্ন। হাসপাতালে এখন প্রচুর পুলিশ রয়েছে। চিকিৎসকরা প্রথম দিকে তাদের সাথে তথ্য শেয়ার করছিলেন, কিন্তু এখন তারা বলছেন বিষ সংক্রান্ত পরীক্ষা করতে দেরি হবে। তারা এখন কাল ক্ষেপণ করতে চাইছে। এবং তারা যা জানে সেটা আমাদের বলছে না।

তিনি স্থানীয় সময় দুপুর ২ টা ৫৮-তে (গ্রেনিচ মান সময় সকাল ৮টা ৫৮) টুইট করে বলেন, নাভালনির অবস্থার কোন পরিবর্তন হয়নি। তিনি এখনও অচেতন।

তাস বার্তা সংস্থা ওমস্ক জরুরিকালীন হাসপাতালের একটি সূত্রকে উদ্ধৃত করে বলেছে, অ্যালেক্সেই আনাতোলেইভিচ নাভালনি- জন্ম ১৯৭৬। পয়সনিং ইনটেনসিভ কেয়ার।

তবে হাসপাতালের একজন শীর্ষস্থানীয় চিকিৎসক পরে সংবাদ মাধ্যমকে বলেন, নাভালনিকে বিষ দেওয়া হয়েছে কি না সেটা এখনও নিশ্চিত নয়। যদিও স্বাভাবিক বিষক্রিয়া হয়ে থাকতে পারে এমন একটি ধারণা করা হচ্ছে। প্রাণ সংশয় আছে কি না সে বিষয়ে তিনি মন্তব্য করেননি।

সামাজিক মাধ্যমে ভিডিও ফুটেজে দেখা যায় নাভালনিকে বিমানবন্দরের রানওয়েতে স্ট্রেচারে করে অ্যাম্বুলেন্সে তোলা হচ্ছে। সূত্র: বিবিসি বাংলা।

Share