ফিলিস্তিনিদের রক্ত না শুকাতেই আমিরাত দূতাবাস খুলল ইসরাইলে

নিজস্ব ডেস্ক প্রতিবেদক : ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাসের সঙ্গে ইসরাইলি বাহিনীর যুদ্ধবিরতির মাত্র ১০ দিনের মাথায় তেল আবিবে দূতাবাস খুলল সংযুক্ত আরব আমিরাত।রোববার আনুষ্ঠানিকভাবে দূতাবাস চালু করেছে দেশটি।

ফেব্রুয়ারিতে ইসরাইলে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের প্রথম রাষ্ট্রদূত হিসাবে শপথ নেন মোহাম্মদ মাহমুদ আল-খাজা। আবুধাবির কাসর আল ওয়াতান প্রাসাদে তাকে শপথবাক্য পাঠ করান আমিরাতের ভাইস প্রেসিডেন্ট ও দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল-মাকতুম।

শপথ অনুষ্ঠানে রশিদ আল-মাকতুম রাষ্ট্রদূত খাজার উদ্দেশে বলেন, আপনাকে আমিরাত-ইসরাইলের সম্পর্ক আরও গভীরতর করার লক্ষ্যে কাজ করতে হবে। এমনভাবে কাজ হতে হবে যেন আমিরাত ও ইসরাইলের মধ্যে শান্তি, সহাবস্থান ও ধৈর্যের সংস্কৃতি আরও বিকশিত হয়।

প্রসঙ্গত, গত ২৫ বছরের মধ্যে আরব বিশ্বের প্রথম দেশ হিসাবে ইসরাইলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করল আমিরাত।

সবশেষ ১৯৯৬ সালে ইসরাইলিদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে সম্পর্ক গড়েছিল জর্ডান। গত আগস্টে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণ চুক্তি সই করে সংযুক্ত আরব আমিরাত।

Share