নয়াবার্তা ডেস্ক : ইন্দোনেশিয়ার পার্লামেন্টে নতুন আইন পাশ হলো। দেশটিতে বিয়ে ছাড়া যৌন সম্পর্ক স্থাপন নিষিদ্ধ করা হয়েছে। এই আইন অমান্য করলে দেশটিতে এক বছর কারাদণ্ড বা জরিমানার বিধান রাখা হয়েছে। আজ মঙ্গলবার দেশটির পার্লামেন্টে আইনপ্রণেতারা ভোটাভুটিতে সর্বসম্মতভাবে এই আইনের পক্ষে মত দেন। খবর বিবিসির।
নতুন এই আইনে বলা হয়েছে, দেশটির নাগরিক ও দেশটিতে অবস্থানরত বিদেশি— উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য হবে। পাশাপাশি আইনে অবিবাহিত দম্পতিদের একসঙ্গে বসবাস এবং যৌন সম্পর্ক স্থাপনকে ‘অবৈধ’ বলে আখ্যা দেওয়া হয়েছে।
তবে এই নতুন ফৌজদারি এই আইন দেশটিতে আগামী তিন বছর কার্যকর হবে না। একইসঙ্গে এই আইনের বিরুদ্ধে আদালতে চ্যালেঞ্জ হতে পারে বলে পরতিবেদনে বলা হয়েছে।
খবরে আরও বলা হয়েছে, ইন্দোনেশিয়ার নতুন আইনে দেশটির প্রেসিডেন্ট, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বা জাতীয় আদর্শের প্রতি যে কোনও ধরনের অবমাননার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তবে বিরোধীগোষ্ঠী বলছেন, সরকারের এমন পদক্ষেপমানবাধিকার এবং মানুষের স্বাধীনতা হুমকির মুখে পড়বে।
চলতি সপ্তাহে দেশটির জাকার্তায় পার্লামেন্টের বাইরে বিভিন্ন গোষ্ঠী এই আইনের বিরুদ্ধে প্রতিবাদে নামে। এর ২০১৯ সালের সেপ্টেম্বরেও এ সংক্রান্ত বিলের খসড়া উপস্থাপন করা হয়েছিল। তবে তখন বিক্ষোভের মুখে পিছু হটে সরকার। শেষমেশ সর্বসম্মতভাবে বিলটির অনুমোদন দিলো ইন্দোনেশিয়ার পার্লামেন্ট।