সিএনজি অটোরিকশার লুকিং গ্লাস বাইরে বসাতে হবে : হাইকোর্ট

নয়াবার্তা প্রতিবেদক : সড়ক দুর্ঘটনা কমাতে ২ মাসের মধ্যে সারাদেশে সিএনজিচালিত অটোরিকশায় ভেতরের পরিবর্তে সামনে বাম ও ডান পাশে লুকিং গ্লাস বসানোর নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

এ বিষয়ে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় বিজ্ঞাপন প্রচারসহ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষকে (বিআরটিএ) নির্দেশ দেওয়া হয়েছে।

একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে ২০১৮ সালের ৩১ জুলাই হাইকোর্টের অন্য একটি বেঞ্চের জারি করা রুল শুনানিতে অংশ নিয়ে বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক-আল-জলিলের হাইকোর্ট বেঞ্চ আজ মঙ্গলবার এ আদেশ দেন।

রিট আবেদনকারী আইনজীবী মো. তানভীর আহমেদ বলেন, ‘এ বিষয়ে পরবর্তী আদেশ দেওয়ার জন্য আগামী বছরের ২৮ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন আদালত।’

Share