বিশ্বের প্রথম টিকা হিসেবে যুক্তরাষ্ট্রে ফাইজারের স্থায়ী অনুমোদন

নিজস্ব ডেস্ক প্রতিবেদক : মহামারি করোনাভাইরাস মোকাবিলায় বিশ্বের অনেক দেশেই বিভিন্ন প্রতিষ্ঠানের টিকার অনুমোদন দেওয়া হয়েছিল। তবে সেটা কেবল জরুরি ব্যবহারের জন্য। এতদিন কেউই কোনো টিকার স্থায়ী অনুমোদন দেয়নি। এবার বিশ্বের প্রথম টিকা হিসেবে ফাইজারকে স্থায়ী অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। খবর প্রকাশ করেছে বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, ফাইজারের তৈরি টিকা মার্কিন ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের (এফডিএ) স্থায়ী অনুমোদন পেয়েছে। বিশ্বের প্রথম করোনা টিকা হিসেবে এ স্বীকৃতি পেলো প্রতিষ্ঠানটি।

এফডিএর সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, যুক্তরাষ্ট্রে এখন থেকে ফাইজারের টিকার দু’টি ডোজ ১৬ বছর ও তদুর্ধ্ব বয়সীরা নিতে পারবেন। প্রথম ডোজ নেওয়ার তিন সপ্তাহের ব্যবধানে দ্বিতীয় ডোজ নিতে পারবেন।

করোনার অতিসংক্রামক ধরন ডেল্টা ভ্যারিয়েন্ট প্রতিরোধে ফাইজারের টিকার কার্যকারিতার প্রমাণিত হওয়ায় এটির স্থায়ী অনুমোদন দেওয়া হয়েছে বলে জানায় এফডিএ।

Share