
জানা গেছে, পুলিশ এই অভিযুক্তের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে। তবে এই অভিনেতা ও অভিনেত্রীর নাম গোপন রেখেছে পুলিশ।
পুলিশ জানায়, ২০১৭ সালে ৩৪ বছরের মডেল-অভিনেতার সঙ্গে প্রথম দেখা হয় অভিযোগকারী অভিনেত্রীর। অভিযোগে বলা হয়েছে, অভিযুক্ত তার সঙ্গিনীকে জানায়নি যে সে বিবাহিত। সে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে অভিযোগকারীর সঙ্গে সহবাস করে।
মেয়েটিকে কোনও বন্ধুর সঙ্গে যোগাযোগ করতে বারণ করার পাশাপাশি কোনও পুরুষ অভিনেতার বা মডেলের সঙ্গে কাজ করতেও অভিযুক্ত নিষেধ করে বলে অভিযোগ। কথা না-শুনলে সে মেয়েটিকে মারধরও করে বলে পুলিশকে জানিয়েছেন অভিনেত্রী। বর্তমানে পুলিশ খুঁজছে সেই প্রতারক অভিনেতাকে। পুলিশ ধারণা করছে মুম্বাইয়ের বাইরে কোথাও পালিয়ে আছে সে।
