ভাসানচরে রোহিঙ্গাদের বিক্ষোভ-ভাঙচুর

নিজস্ব জেলা প্রতিবেদক : নোয়াখালীর ভাসানচরে ইউএনএইচসিআর প্রতিনিধি দলের পরিদর্শনকালে রেশন, মাসিক ভাতা, কর্মসংস্থান ও উন্নত চিকিৎসার ব্যবস্থাসহ বিভিন্ন সুযোগ-সুবিধা বৃদ্ধির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে রোহিঙ্গারা। এ সময় তারা ওয়্যারহাউজে ভাঙচুর চালায়।

আজ সোমবার ( ৩১ মে) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করে পুলিশ সুপার মো. আলমগীর হোসেন জানান, জাতিসংঘ শরণার্থী বিষয়ক সংস্থার সহকারী হাইকমিশনার রউফ মাজাও এবং গিলিয়ান ট্রিগসের নেতৃত্বে একটি প্রতিনিধিদল ভাসানচরে রোহিঙ্গাদের সুযোগ সুবিধা পর্যবেক্ষণ করতে পরিদর্শনে আসেন। তারা হেলিকপ্টার থেকে অবতরনের পর পরই রোহিঙ্গারা প্রতি মাসে ৫ হাজার টাকাসহ সুযোগ-সুবিধা বৃদ্ধির দাবিতে বিক্ষোভ মিছিল শুরু করে। এক পর্যায়ে তারা হেলিকপ্টারের দিকে অগ্রসর হলে পুলিশী বাধা পেয়ে মারমুখী হয়ে ওয়্যার হাউজে ভাংচুর চালায়।

এ সময় পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। পরিস্থিতি শান্ত হলে দুই ঘণ্টা পর রোহিঙ্গাদের সঙ্গে জাতিসংঘ শরণার্থী বিষয়ক সংস্থার প্রতিনিধিরা বৈঠক করেন এবং দুপুরের খাওয়া শেষে তারা ভাসানচর ত্যাগ করেন।

Share